
ছবি: সংগৃহীত
এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের নিজেদের দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তের বিপক্ষে বিশাল জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।
শুক্রবার (০৮ আগস্ট) লাওসে অনুষ্ঠিত ম্যাচে তৃষ্ণা রানী হ্যাটট্রিকে ৮-০ গোলে তিমুর লেস্তেকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়েছিল টাইগ্রেসরা।
বাংলাদেশের পক্ষে আরও গোল করেছেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবিরন, সাগরিকা ও মুনকি আক্তার। এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছিল স্বাগতিক লাওসকে।
আরওপড়ুন<<>>রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের বড় জয়
দুই জয়ে বাংলাদেশ পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে আছে। সন্ধ্যায় গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া খেলবে লাওসের বিপক্ষে। আগামী ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ । ওই ম্যাচের ফলই নির্ধারণ করবে 'এইচ' গ্রুপের ভাগ্য।
গ্রুপ চ্যাম্পিয়ন দল উঠবে এএফসি এশিয়ান কাপ ২০২৬ আসরের চূড়ান্ত পর্বে। রানার্সআপ ৮ দলের মধ্যে সেরা তিনটিও পাবে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এ টুর্নামেন্টের টিকিট। দুই ম্যাচ জিতে এখনও চূড়ান্ত পর্বে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের মেয়েরা।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।