Apan Desh | আপন দেশ

কালীগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

গাজীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৪, ১ নভেম্বর ২০২৫

আপডেট: ১৮:১৬, ১ নভেম্বর ২০২৫

কালীগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

ছবি: আপন দেশ

গাজীপুরের কালীগঞ্জে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়" এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন উপজেলা সমবায় বিভাগ এবং সমবায়ীদের যৌথ উদ্যোগে জাতীয় দিবসটি পালিত হয়। 

শনিবার (০১ নভেম্বর) সকালে শহীদ ময়েজউদ্দিন অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্ দেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা ।
স্বাগত বক্তব্য দেন, অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসাম্মদ নাহিদা খাতুন, উপজেলা মৎস কর্মকর্তা সুলতানা রাজিয়া, বিআরডিবি কর্মকর্তা ইসরাত জাহান, বিএডিসি কর্মকর্তা বন্নি শিখা রয়, উপজেলা বিএনপির আহবায়ক মাস্টার হুমায়ুন কবীর, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীসহ প্রমুখ।

আরও পড়ুন<<>> দরিদ্র মজিবুর এখন হাজার কোটির টাকার মহারাজা

শুরুতে পবিত্র কোরআন, গীতা ও বাইবেল পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এর আগে উপজেলা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য সমবায় র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন।

প্রধান অতিথি বলেন, সমবায় দেশের অর্থনৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। যা দেশের তৃণমূল পর্যায়ের মানুষের অর্থনৈতিক মুক্তির বড় হাতিয়ার। সরকার সমবায়ীদের পাশে থেকে উদ্যোক্তা তৈরি, নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র্য বিমোচনে কাজ করছে। তিনি কালীগঞ্জের সমবায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়