Apan Desh | আপন দেশ

সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারপতিদের সভা মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৬, ১ নভেম্বর ২০২৫

সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারপতিদের সভা মঙ্গলবার

ফাইল ছবি

সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা আগামী মঙ্গলবার (০৪ নভেম্বর) হতে যাচ্ছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে। হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবালের গত ৩০ অক্টোবর সই করা স্মারকে এ তথ্য জানানো হয়েছে। 

মঙ্গলবার বেলা তিনটায় কোর্টের প্রশাসন ভবনের (ভবন নং-৪) দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্ট প্রশাসন সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, সুপ্রিম কোর্টের আগামী বছরের বর্ষপঞ্জি (২০২৬ সালের বর্ষপঞ্জি) এবং সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার কয়েকটি ব্যাচের বিচার বিভাগীয় কর্মকর্তাদের পদোন্নতির বিষয় ফুল কোর্ট সভার আলোচ্যসূচিতে রয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়