ছবি : আপন দেশ
পটুয়াখালীর ৪টি নির্বাচনী এলাকার বিএনপির সম্ভাব্য ৮ মনোনয়ন প্রত্যাশী এখন ঢাকায়। চিঠি দিয়ে তাদের ঢাকায় ডাকা হলেও কি কারণে ডাকা হয়েছে তা উল্লেখ করা হয়নি। তবে নেতা কর্মীদের ধারনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতেই পটুয়াখালীর ৪টি আসনের বিএনপির এ ৮ নেতাকে ঢাকায় ডাকা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর গুলশান কার্যালয়ে তাদের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে স্কাইপের সাধ্যমে সরাসরি কথা বলবেন। এ বৈঠকের পরই চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীদের সবুজ সংকেত দেয়া শুরু হবে।
পটুয়াখালী জেলা সদরের এ ভিআইপি আসন পটুয়াখালী-১ (সদর-দুমকী-মির্জাগঞ্জ) থেকে ডাকা হয়েছে সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্যমন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী স্নেহাংশু সরকার কুট্টি।
ঢাকায় ডাকা পটুয়াখালী-২ (বাউফল) থেকে কেন্দ্রীয় বিএনপির সহদফতর সম্পাদক মুনির হোসেন, সাবেক এমপি শহিদুল আলম তালুকদার এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার।
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) থেকে একমাত্র মনোনয়ন প্রত্যাশী হিসেবে ডাকা হয়েছে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা হাসান মামুনকে। পায়রা সমূদ্র কন্দর ও পর্যটন কেন্দ্র কুয়াকাটাসহ ঝকঝকে তকতকে সমূদ্র পাড়ের নির্বাচনী এলাকা পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী)। এ নির্বাচনী এলাকা থেকে ডাক পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এবিএম মোশাররফ হোসেন ও কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মনিরুজ্জামান মনির।
আরও পড়ুন<<>>তারেক রহমানের সঙ্গে মনোনয়নপ্রত্যাশীদের মতবিনিময় আজ
ঢাকায় ডাক পাওয়া পটুয়াখালীর ৪টি আসনের প্রতিটিতেই বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কেন্দ্রীয় বিএনপির একাধিক প্রভাবশালী নেতা রয়েছেন। পটুয়াখালীর রাজনৈতির মাঠে এখন একটিই আলোচনা আওয়ামী লীগ বিহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কে পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত। সবার নজর এখন ঢাকার গুলশানের কিএনপির কার্যালয়ের দিকে।
পটুয়াখালী-১ আসনের মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, সোমবার বিএনপির গুলশানের কার্যালয়ে উপস্থিত থাকার জন্য চিঠি আমরা পেয়েছি। কোন বিষয় ডাকা হয়েছে তা আমতের জানানো হয়নি বা জানতেও পারিনি। ঢাকায় এসেছি বিস্তাবরত জানতে পারব।
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান সাংবাদিকদের বলেন, বৈঠকটি একটি সাংগঠনিক প্রক্রিয়া। বিএনপির মতো বড় একটি দলে সংসদ সদস্য নির্বাচন করার মতো যোগ্যতাসম্পন্ন নেতা প্রতিটি আসনেই গড়ে ৪-৫ জন করে রয়েছেন। মনোনয়ন চাইলেই যেমন সবাই পাবেন না, তেমনি দলেরও তো একটি পদ্ধতি রয়েছে।
তিনি আরও বলেন, বৈঠকে মনোনয়নপ্রত্যাশীদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মনোনয়ন চাওয়া কিংবা এমপি হওয়া বড় কথা নয়, আমাদের সবার একটাই লক্ষ্য ধানের শীষের বিজয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































