Apan Desh | আপন দেশ

সাংবাদিক হালিম চৌধুরী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৯, ১ নভেম্বর ২০২৫

সাংবাদিক হালিম চৌধুরী মারা গেছেন

সিনিয়র ফটো সাংবাদিক আবদুল হালিম চৌধুরী

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও বাংলাদেশ টাইমসের সিনিয়র ফটো সাংবাদিক আবদুল হালিম চৌধুরী আর নেই। শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি  এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন<<>>ফের সম্প্রচারে ফিরছে গ্রিন টিভি

শনিবার (০১ নভেম্বর) বেলা ২টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া আবদুল হালিম চৌধুরী-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়