Apan Desh | আপন দেশ

অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধে চালু হচ্ছে এনইআইআর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩০, ৩০ অক্টোবর ২০২৫

অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধে চালু হচ্ছে এনইআইআর

ছবি : আপন দেশ

অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহার রোধ এবং টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে চালু করা হচ্ছে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। আগামী ১৬ ডিসেম্বর থেকে এ সিস্টেম চালু করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 

এটি চালু হলে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন কিংবা আনঅফিশিয়াল ফোনের ব্যবহার বন্ধ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে প্রত্যেকটি মোবাইল ফোনকে নিবন্ধনের আওতায় আনা হবে। এরপর থেকে ‘অবৈধভাবে’ নিয়ে আসা ফোন ব্যবহার করা যাবে না।

এছাড়া একজন ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির অতিরিক্ত মোবাইল সিম থাকলে তা বন্ধ করে দেয়া হবে নভেম্বর থেকে। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি আয়োজিত প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন<<>>পাওয়ার বাটন ছাড়াই স্মার্টফোন রিস্টার্ট করার উপায়

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব জানান, এনইআইআর চালুর মাধ্যমে দেশের টেলিযোগাযোগ খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। এটি এমন একটি কেন্দ্রীয় ব্যবস্থা, যা প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিকভাবে অনুমোদিত আইএমইআই নম্বরকে ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যবহৃত সিমের সঙ্গে যুক্ত করে নিবন্ধিত করবে। ফলে বৈধ ও অবৈধ হ্যান্ডসেট সহজেই চিহ্নিত করা সম্ভব হবে।

তিনি বলেন, এ ব্যবস্থা চালু হলে অবৈধভাবে আমদানিকৃত বা নকল মোবাইল ফোনের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ হবে। তবে এনইআইআর চালুর আগের দিন পর্যন্ত নেটওয়ার্কে যেসব ফোন রয়েছে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে; কোনো মোবাইল ফোন বন্ধ করা হবে না। এরপর বিদেশ থেকে কেউ মোবাইল ফোন নিয়ে এলে সেগুলো যথাযথ কাগজপত্র সাপেক্ষে অনলাইনে নিবন্ধন করার সুযোগ থাকবে।

এনইআইআর চালু হলে অবৈধ হ্যান্ডসেট বন্ধ করে দেয়া হবে। সরকারের হারানো ৫০০ কোটি টাকার রাজস্ব ফাঁকি রোধ করা যাবে বলে মনে করেন ফয়েজ আহমেদ তৈয়্যব।

বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী বলেন, পহেলা নভেম্বর থেকে একজন গ্রাহকের এনআইডির বিপরীতে ১০টির বেশি সিম থাকলে অতিরিক্ত সিম ইচ্ছেমতো বন্ধ করে দেবে মোবাইল অপারেটররা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়