
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি সিরিজের অঘোষিত ফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কাকে কাঁদিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। স্বাগতিকদের দেয়া ১৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় অবদান স্পিনার শেখ মেহেদী হাসান ও তানজিদ হাসান তামিমের।
বুধবার (১৬ জুলাই) কলম্বোতে টসে জিতে আগে ব্যাটিয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক পাথুম নিশাঙ্কা। তবে বাংলাদেশের স্পিনার শেখ মেহেদী হাসানের ঘূর্ণিতে কোনঠাসা হয়ে পড়ে লঙ্কান ব্যাটাররা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৩২ রান করে স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন পাথুম নিশাঙ্কা।
শেখ মেহেদীর ঘূর্নিতে পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একাই হাল ধরেছিলেন পাথুম নিশাঙ্কা। তবে তাকেও ত্রাণকর্তা হতে দেননি শেখ মেহেদী হাসান। এদিন বল হাতে এ টাইগার স্পিনার ৪টিই তুলে নেন।
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হন পারভেজ ইমন। তবে এরপরই লিটন দাস ও তানজিদ হাসান তামিম গড়েন ৭৪ রানের দারুণ জুটি। লিটন ৩২ রান করে আউট হলেও, তামিম তুলে নেন ম্যাচজয়ী হাফসেঞ্চুরি। তিনি ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন।
তার সঙ্গে তাওহীদ হৃদয়ের ২৫ বলে ২৭ রানের ইনিংস এবং অপরাজিত জুটিতে বাংলাদেশ ২২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।
এ জয়ের মাধ্যমে শুধু শ্রীলঙ্কার মাটিতে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জেতার স্বাদই পেল না বাংলাদেশ, বরং পূর্ণকালীন অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজেই জয় তুলে নিলেন লিটন দাস। ম্যাচসেরা পারফরম্যান্সে শেখ মেহেদী হাসানকে দেখা যায় ম্যাচের নায়ক হিসেবে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।