Apan Desh | আপন দেশ

সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:৩৯, ৮ জুলাই ২০২৫

আপডেট: ১৩:২৮, ৮ জুলাই ২০২৫

সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ ১-১ সমতায় বাংলাদেশ। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ এখন পরিণত হয়েছে ‘ফাইনালে’।  মঙ্গলবার (০৮ জুলাই) সিরিজ নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

এদিকে, সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত আছেন শঙ্কায়। শেষ পর্যন্ত তাকে নিয়ে একাদশ না সাজালে বদল আসতে পারে তার জায়গায়। ওপেনার পারভেজ হোসেন, তাওহীদ হৃদয় ও শামীম হোসেন দ্বিতীয় ম্যাচে ভালো ব্যাটিং করেছেন। ব্যাটিংয়ের সঙ্গে বোলিংয়েও ভালো করেন শামীম।

টপ অর্ডারে নাইম শেখের সুযোগ হতে পারে শান্তর জায়গায়। বাড়তি বোলার নিয়ে খেললে সেটি অবশ্য হবে না। হৃদয় ও জাকের আলীর পারফরম্যান্স ওঠা-নামার মধ্যে থাকে। তাদের এখানে বদল আসার সম্ভাবনাও কম। বোলিংয়ে সুযোগ পাচ্ছেন না রিশাদ হোসেন। প্রথম ম্যাচে তিনি অসুস্থ ছিলেন। সেই ম্যাচে অভিষেক হওয়া তানভীর দ্বিতীয় ম্যাচে নেন পাঁচ উইকেট।

আরওপড়ুন<<>>ইতিহাস গড়া নারী ফুটবল দল পাচ্ছে অর্ধকোটি টাকা পুরস্কার

একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে সফরকারীরা। আগের ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছিল ডান-হাতি পেসার তাসকিন আহমেদকে। হাসান মাহমুদের জায়গায় আজ তিনি আবার একাদশে ফিরবেন। শামীম হোসেন চোট পেলেও তার খেলতে হয়তো সমস্যা হবে না।

পাল্লেকেলেতে সাধারণত পেসাররা দাপট দেখালেও উইকেট হয় ব্যাটিং সহায়ক। বড় স্কোর হয়। তবে এ ভেন্যুতে বৃষ্টির উৎপাত থাকে। আজও বৃষ্টির সম্ভাবনা আছে। এ মাঠে শেষ পাঁচ ওয়ানডে বৃষ্টির কারণে কার্টেল ওভারের হয়েছে। সবশেষ ওয়ানডে পরিত্যক্ত হয়।

প্রথম ম্যাচ হারার পর বাংলাদেশের সিরিজ জয়ের রেকর্ডও ভালো না। ২০১৫ সালে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ প্রথমটিতে হেরে পরের দুটিতে জয় তুলে নিয়েছিল। এবার অবশ্য তেমন না হওয়ার মন্ত্রেই বলিয়ান মিরাজ ব্রিগেড। বৃষ্টি বাধা উতরে লঙ্কানদের হারাতে পারলে সিরিজের সঙ্গে ইতিহাসও হবে বাংলাদেশের। আগে কখনও শ্রীলংকায় ওয়ানডে সিরিজ জিততে পারেনি টাইগাররা। সেরা ১১জন নিয়ে আজ সেটাই চাইবেন মিরাজ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত/নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়