Apan Desh | আপন দেশ

গ্লোবাল সুপার লিগে রংপুরের বিপক্ষে খেলবেন সাকিব

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:১৩, ৬ জুলাই ২০২৫

গ্লোবাল সুপার লিগে রংপুরের বিপক্ষে খেলবেন সাকিব

সাকিব আল হাসান

বোলিং অ্যাকশনের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় নতুনভাবে ক্রিকেটে ফিরেছেন তিনি। এবার গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরেও দল পেলেন সাকিব আল হাসান।

গ্লোবাল সুপার লিগের এবারের আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন সাকিব। রোববার (০৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

দুবাই ক্যাপিটালস জানিয়েছে, এবারের গ্লোবাল সুপার লিগে তাদের হয়ে খেলবেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজের বদলে সাকিবকে দলে ভিড়িয়েছেন তারা।

আরওপড়ুন<<>>শ্রীলঙ্কার বিপক্ষে জিতে সুখবর পেল বাংলাদেশ

এবারের গ্লোবাল সুপার লিগে অংশ নেবে ৫টি দল। তাদের মধ্যে আছে বাংলাদেশের রংপুর রাইডার্সও। এছাড়া এ টুর্নামেন্টে খেলবে সেন্ট্রাল স্ট্যাগ, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হারিকেনস ও দুবাই ক্যাপিটালস।

গায়ানাতে আগামী ১০ জুলাই শুরু হবে এবারের আসর। ফাইনাল হবে ১৮ জুলাই। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সাকিবের দুবাই ও সেন্ট্রাল স্ট্যাগ। ১৬ জুলাই রংপুরের সঙ্গে দেখা হয়ে যাবে সাকিবের। সেদিন রংপুরের মুখোমুখি হবে দুবাই।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কাল সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ কোনো কোনো দল পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে: তারেক রহমান শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে রানার্সআপ বাংলাদেশ মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল ৩ জনের মরদেহ শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, চবি-আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি সুষ্ঠু ভোট আয়োজনের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন: স্বরাষ্ট্র উপদেষ্টা বাকৃবি শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ডাকসুর জিএস পদে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট গাজায় অনাহারে আরও ১০ ফিলিস্তিনির মৃত্যু বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম!