ছবি : আপন দেশ
দেশের দুই ভেন্যুতে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পরবর্তীতে তৃতীয় ভেন্যু হিসেবে সিলেটকে যুক্ত করা হয়। আগামী আসরে আরও একটি ভেন্যুতে হতে যাচ্ছে এ ঘরোয়া টি-টোয়েন্টি লিগ। চতুর্থ ভেন্যুর তালিকায় এগিয়ে আছে রাজশাহী। এমন আভাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুল।
দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বোর্ড প্রধানের দায়িত্ব নেয়ার পর বৃহস্পতিবার (১৯ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরিচালক মাহবুবুল আনামকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চেয়ারম্যান মনোনীত করা হয়।
সবশেষ কয়েকটি আসরে তিন ভেন্যুতে বিপিএল আয়োজন হয়ে আসছে। গুঞ্জন আছে ভেন্যু সংখ্যা বাড়তে পারে ভবিষ্যতে। চার নম্বর ভেন্যুতে খেলা হওয়ার সম্ভাবনা কতটা। রোববার (২২ জুন) রাজশাহীতে টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে স্টেডিয়ামে হাজির হন বিসিবি সভাপতি। সঙ্গী হিসেবে ছিলেন বিসিবি পরিচালক মাহবুবুল আনামও।
সেখানে রাজশাহীর ক্রিকেট ম্যাচ কবে মাঠে গড়াবে জানতে চাইলে মাহবুব আনাম বলেন, রাজশাহী বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ করেছিল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হয়েছে, তারপর তেমন বড় খেলা এখানে হয়নি। এ বছর ইমার্জিং দলের খেলা আয়োজন করেছি। আমরা খেলাটাকে ঢাকার বাইরে সব জায়গায় ছড়িয়ে দিতে চাই।
বিপিএলের নতুন চেয়ারম্যান বলেন, দর্শকদের উৎসাহ, খেলোয়াড়দের উৎসাহ তা না হলে বর্ধিত করা যাবে না। আন্তর্জাতিক পর্যায়ে খেলা আয়োজনের জন্য আরও কিছু উন্নতির দরকার, এজন্য আমরা এনএসসিকে কিছু প্রস্তাবনা দিয়েছি। আমি আশা করছি এনএসসি এগুলো হাতে নেবে। এবং আগামী বছরের কোনো সময় থেকে এর চেয়েও বড় আন্তর্জাতিক খেলা বা বিপিএলের খেলা আমরা দেখতে পারব।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































