Apan Desh | আপন দেশ

লজ্জার রেকর্ড গড়লেন রশিদ খান 

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২:২৯, ২৫ মে ২০২৫

আপডেট: ২২:৩০, ২৫ মে ২০২৫

লজ্জার রেকর্ড গড়লেন রশিদ খান 

রশিদ খান

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা বোলার রশিদ খান। লেগ স্পিনারদের মধ্যে বিশ্বের এক নম্বর আফগানিস্তানের এ বোলার। রশিদ খানের বল মানেই ব্যাটারদের নাকানি-চুবানি খাওয়া। কিন্তু এ আফগান লেগি এবারের আইপিএলে এখন পর্যন্ত নিজের নামের সুবিচার করতে পারেননি।

চলতি আসরে গুজরাট টাইটান্স দল হিসেবে দারুণ ছন্দে থাকলেও রশিদ ছিলেন মলিন। তাই শুভমান গিলের দলটি প্লে-অফ নিশ্চিত করলেও এ আফগান স্পিনারের ফর্ম নিয়ে বাড়ছে চিন্তা। ব্যাটে-বলে নৈপুণ্য দেখানো সেই রশিদ খানের যেন দেখাই যাচ্ছে না।

এবার আইপিএলের লজ্জার এক রেকর্ড গড়েছেন তিনি। সতীর্থ মোহাম্মদ সিরাজের নজিরে ভাগ বসিয়েছেন রশিদ।

আরওপড়ুন<<>>সিকান্দারকে দলে নিয়ে সাকিবকে বাদ দিল লাহোর

রোববার (২৫ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষেও ফর্মে ফিরতে পারেননি রশিদ খান। বল হাতে ১ উইকেট পেলেও ৪ ওভারে রান দিয়েছে ৪২ রান। ছক্কা হজম করেছেন ৩টি। আর সেটাই রশিদ খানকে বসিয়েছে বিব্রতকর এক রেকর্ডে। আইপিএলের এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কা খাওয়ার রেকর্ড গড়েছেন এ আফগান স্পিনার।

চলতি মৌসুমে এখন পর্যন্ত রশিদ ৩১ ছক্কা হজম করেছেন। মৌসুমের আরও বাকি আছে অন্তত ১ ম্যাচ। তাই রশিদ খানের নামের পাশে সংখ্যাটা তাই বাড়বে তা বলাই বাহুল্য। অবশ্য এ রেকর্ড তার একক নয়। গুজরাটে তারই সতীর্থ মোহাম্মদ সিরাজ ২০২২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে এক মৌসুমে হজম করেছিলেন ৩১ ছক্কা।

উল্লেখ্য, গুজরাটের প্রধান খেলোয়াড়দের একজন রশিদ খান। চলতি আইপিএলে ১৪ ম্যাচে তিনি পেয়েছেন মাত্র ৯ উইকেট। রান দিয়েছেন ৪৩৭। তার বোলিং গড় ৫১। অর্থাৎ, ওভার প্রতি ৯.৪৭ রান দিয়েছেন রশিদ খান। তার ছন্দে না থাকায় গুজরাটের বোলিং আক্রমণে সমস্যা হচ্ছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়