
ছবি: বাংলাদেশ কাবাডি ফেডারেশন
টানা দুই হারের পর তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের নারী কাবাডি দল। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) চতুর্থ ম্যাচে স্বাগতিকদের লের মুখোমুখি হবে লাল সবুজের মেয়েরা। ললিতপুরের সাতদোবাতোয় তায়কোয়ান্দো হলে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সোয়া ৪টায়।
সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে জয় পায় নেপাল। এরপর তৃতীয় ম্যাচ জিতে সিরিজে টিকে থাকে বাংলাদেশ। তাই সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে এদিন জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের সামনে। আগের ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ দল দারুন উজ্জীবিত। বুধবার (২৩ এপ্রিল) কোন ম্যাচ না থাকায় বিশ্রামের সময় পেয়েছেন খেলোয়াড়রা।
দলের ম্যানেজার মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন চতুর্থ ম্যাচ জিততে দারুন আত্মবিশ্বাসী দলের খেলোয়াড়রা। দলের সব খেলোয়াড় মোটামুটি সুস্থ আছে। আর ওরা চাঙ্গা আছে কারণ শেষ ম্যাচ আমরা জিতেছি। ইনশাল্লাহ আজকের ম্যাচ আমরা জিতব। প্রতিদিনই ম্যাচ শেষে আমরা সে ম্যাচের ভিডিও নিয়ে এনালাইসিস করে থাকি। যেসব জায়গায় ভুল বা দুর্বলতা রয়েছে সেগুলো শুধরে দেয়ার চেষ্টা করি আমরা। আমরা আমাদের খেলোয়াড়দের বলে দিয়েছি নেপাল স্বাগতিক দল, তাদের দর্শক রয়েছে। কিন্তু আমরাও কোন অংশে কম না। যার ফলে মেয়েরা এখন পুরো চাঙ্গা আছে এবং তারা কথা দিয়েছে আজকের ম্যাচ তারা জিতবেই।
নেপাল সফরে ধারাবাহিক উন্নতি করছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। প্রথম ম্যাচে ৪১-১৮ পয়েন্টের ব্যবধানে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ হারলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেয় শ্রাবণী, বৃষ্টি, স্মৃতিরা। ২৯-২২ পয়েন্টে জয় পায় নেপাল। এরপর সিরিজে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। ২৬-২৩ পয়েন্টে নেপালকে হারিয়ে পাঁচ ম্যাচের কাবাডি সিরিজ জমিয়ে তুলে বাংলাদেশ। আজকের ম্যাচ জিতে সিরিজ সমতায় এনে শেষ ম্যাচকে ফাইনালে নিয়ে যেতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।