Apan Desh | আপন দেশ

হার্ট অ্যাটাকে বিসিবি কর্মকর্তার মৃত্যু

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩১, ২৩ এপ্রিল ২০২৫

হার্ট অ্যাটাকে বিসিবি কর্মকর্তার মৃত্যু

বিসিবির সিকিউরিটি কমিটির কর্মকর্তা ইকরাম চৌধুরী

পবিত্র ঈদুল ফিতরের আগে বিকেএসপিতে খেলতে গিয়ে হার্ট অ্যাটাক করেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দেশের অন্যতম সেরা এ ওপেনার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। তবে বিসিবির সিকিউরিটি কমিটির কর্মকর্তা ইকরাম চৌধুরীর আর ফেরা হয়নি। সিলেটে বাংলাদেশ–জিম্বাবুয়ে টেস্টে নিরাপত্তার দায়িত্ব পালনকালে হার্ট অ্যাটাকের শিকার হয়ে মারা গেছেন তিনি।  

বুধবার (২৩ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যেকার প্রথমস টেস্টের চতুর্থ দিন সকালে বম্ব ডিসপোজাল ইউনিটের হয়ে মাঠ পর্যবেক্ষণ করতে এসে অসুস্থ হয়ে পড়েন ইকরাম চৌধুরী। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন বিসিবির চিকিৎসকেরা। নগরীর আল-হারামাইন হাসপাতালে নেয়া হয় তাকে। হাসপাতালে সিসিইউতে নিয়ে যাওয়ার পর অবস্থার আরও অবনতি হয়। এরপর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। 

ইকরামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি। ২০০৯ সালে থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সঙ্গে যুক্ত ছিলেন ইকরাম। ২০১৪ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিকিউরিটি লিয়াজো অফিসার হিসেবে কাজ করেছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়