Apan Desh | আপন দেশ

‘আ. লীগ-জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৮, ২৩ অক্টোবর ২০২৫

‘আ. লীগ-জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না’

জি এম কাদের।

জাতীয় পার্টি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না। এ মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলা দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি।

জি এম কাদের বলেন, জাতীয় পার্টিকে বাদ দেয়ার জন্য ষড়যন্ত্র চলছে। যদি জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাদ দেয়া যায়, তবে জামায়াতে ইসলামী সুবিধা পাবে। জামায়াতে ইসলামী এতে লাভবান হবে। বর্তমান সরকার দেশে গৃহযুদ্ধ বাধাতে চায়।

আরও পড়ুন>>>‘নির্বাচন যেন পিছিয়ে যায় সে চেষ্টা করছে কিছু দল’

জি এম কাদের দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বলেন, দেশের ইতিহাসে এত খারাপ আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগে কখনো ছিল না। তিনি বর্তমান পরিস্থিতিকে খুব খারাপ। এতে সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি ঝুঁকিতে পড়ছে।

এ সময় দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় ঐকমত্যের অভাব দেশে বিভাজন তৈরি করছে। বর্তমান সরকার আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করতে চায়, তাদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু ভোটের জন্য দরকার নির্দলীয় বা সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার।

এ সময় জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচনের চেষ্টা করা হলে তা প্রতিহতের ঘোষণা দেন তিনি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়