
ছবি: আপন দেশ
কুড়িগ্রামের দুর্গম এলাকায় বসবাসকারী ৬ হাজারেরও অধিক পিছিয়ে পড়া শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে ব্র্যাক (BRAC)। এ শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করছে এ বেসরকারি উন্নয়ন সংস্থাটি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ব্র্যাকের ‘এক্সেলারেটেড এডুকেশন মডেল’ বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-এ খোদা। এছাড়াও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম খন্দকার, ব্র্যাক শিক্ষা কর্মসুচির সিনিয়র এ্যাডভাইজার প্রফুল্ল চন্দ্র বর্মন, বিভাগীয় ব্যবস্থাপক শফিকুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়ক সৈয়দ ফাহিদ হাসান, আঞ্চলিক ব্যবস্থাপক (জেন্ডার) মহসিন আলী ও উপ ব্যবস্থাপক আব্দুল হাইসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জানান, যেসব অঞ্চলের শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, ব্র্যাকের শিক্ষা কর্মসূচি সেসব শিশুদের শিক্ষাদান করছে। ভবিষ্যতে ব্র্যাক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
ব্র্যাকের জেলা সমন্বয়ক সৈয়দ ফাহিদ হাসান সভায় জানান, বর্তমানে কুড়িগ্রামের দুর্গম অঞ্চলে ব্র্যাকের এ শিক্ষা কার্যক্রম চলছে। এ কার্যক্রমে ৬ হাজারেরও বেশি শিক্ষার্থী পাঠদানের সুযোগ পাচ্ছে। কুড়িগ্রাম জেলায় ব্র্যাকের মোট স্কুলের সংখ্যা ২৪৬টি। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ব্র্যাকের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।