Apan Desh | আপন দেশ

বিয়ের আগেই সন্তান নিয়ে পরিকল্পনা রাশমিকার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৮, ২৯ অক্টোবর ২০২৫

বিয়ের আগেই সন্তান নিয়ে পরিকল্পনা রাশমিকার

ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা

ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তার ক্যারিয়ার গড়েছেন কন্নড় ইন্ডাস্ট্রি থেকেই। ২০১৬ সালে ঋষভ শেঠি পরিচালিত ‘কিরিক পার্টি’ দিয়ে রুপালি পর্দায় অভিষেক ঘটে তার। এরপর দক্ষিণ ভারতীয় সিনেমার পাশাপাশি বলিউডের সিনেমায়ও নিয়মিত অভিনয় করছেন রাশমিকা। 

সম্প্রতি অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে গোপনে বাগদান সেরে ফেলেছেন রাশমিকা। কিন্তু এরপরও সম্পর্ক নিয়ে কোনো কথা বলেননি এ তারকা জুটি। সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে— গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া পরিবেশে আনুষ্ঠানিকভাবে আংটিবদল করেছেন তারা। খুব শিগগির নাকি চারহাত এক হতে চলেছে তাদের। এমনকি দীপাবলিও নাকি একসঙ্গেই উদযাপন করেছেন তারা। এমনই খবর নেটদুনিয়ায়। এর মাঝেই সন্তান পরিকল্পনার কথা জানালেন রাশমিকা মান্দানা।

আরও পড়ুন<<>>ছবি তোলার আবদারে রেগে গেলেন সোনম 

জানা গেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ের আনুষ্ঠানিক পর্ব সারবেন এ প্রেমিকযুগল। সম্প্রতি অভিনেত্রী জানান, তিনি মা হতে চান। রাশমিকা মান্দানা নাকি তার ভাবিসন্তানের কথা ভাবেন, বিষয়টি অনুভব করতে পারেন।

রাশমিকা বলেন, আমি মা না হলেও আমি যেন আমার অনাগত সন্তানদের অনুভব করতে পারি। আমার যে সন্তান জন্ম নেয়নি, মনে হয় তাদের জন্য সব করতে পারি। একেবারে সুরক্ষিত রাখতে চাই তাদের। আমাকে যদি ওদের জন্য যুদ্ধে যেতে হয়, আমি তাই করব। 

অভিনেত্রী বলেন,  ৩০ বছর পর্যন্ত চুটিয়ে কাজ করতে চান। এরপর ৪০ অবধি কাজ ও পরিবারকে সমানভাবে সময় দিতে চান। সম্প্রতি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টা কাজ করার সমর্থনও জানিয়েছেন তিনি। তবে কি পরবর্তীকালে দীপিকার দেখানো পথেই হাঁটবেন রাশমিকা মান্দানা?

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়