Apan Desh | আপন দেশ

‘জুলাই সনদ বাস্তবায়নের খসড়া আদেশ জারির এখতিয়ার সরকারের নেই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৪, ৩০ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:২৮, ৩০ অক্টোবর ২০২৫

‘জুলাই সনদ বাস্তবায়নের খসড়া আদেশ জারির এখতিয়ার সরকারের নেই’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই সনদ বাস্তবায়নের খসড়া আদেশ জারির এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দেশের বর্তমান পরিস্থিতি ও দলের অবস্থান নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ বাস্তবায়নের খসড়া আদেশ জারির এখতিয়ার সরকারের নেই। ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে। জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় ও অযৌক্তিক।

বিএনপি মহাসচিব বলেন, ঐকমত্য কমিশনে একমত হওয়া কয়েকটি দফায় অগোচরে পরিবর্তন করা হয়েছে। কমিশনের সুপারিশ জাতির ওপর জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে। মনগড়া প্রস্তাব গ্রহণ করলে জাতিকে বিভক্ত করবে এবং দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, এটি জাতির সঙ্গে প্রহসনমূলক ও প্রতারণা। ঐকমত্য না থাকলেও কিছু বিষয় পরবর্তীতে জুলাই সনদে সংযুক্ত করা হয়েছে। নোট অব ডিসেন্ট উল্লেখ না রেখেই সুপারিশ দেয়া হয়েছে—যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

বিএনপি মহাসচিব বলেন, আমরা নির্বাচনের বিষয়ে অনাস্থা জানাইনি, অনাস্থা জানানো হয়েছে শুধু ঐকমত্য কমিশনের সুপারিশগুলো নিয়ে। জাতীয় ঐক্য বজায় রাখা এখন অত্যাবশ্যক।

সংবিধান সংশোধনের বিষয়ে তিনি বলেন, জুলাই সনদ প্রস্তাবে বলা হয়েছে সংস্কার প্রস্তাব ২৭০ দিনের মধ্যে কার্যকর না করলে আপনাআপনি সংবিধানে সংযুক্ত হয়ে যাবে। এ ধরনের প্রস্তাব অগণতান্ত্রিক ও হাস্যকর। 

বিএনপির এ নেতা বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে এক নতুন গণতান্ত্রিক অভিযাত্রার সূচনা হয়। গণঅভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কার, জাতির প্রত্যাশা এবং শহীদদের আকাঙ্খা পূরণের এক ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়। বিএনপি গণঅভ্যুত্থানের প্রায় এক বছর পূর্বেই ২০২৩ সালে রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে জাতির সামনে ৩১ দফা উপস্থাপন করে।

আরও পড়ুন<<>>‘সরকার-ঐকমত্য কমিশনের পদক্ষেপে হতাশ বিএনপি’

মির্জা ফখরুল বলেন, ২০২২ সালে ২৭ দফা, ২০১৭ সালে ভিশন ২০৩০ প্রকাশ করে। বিএনপি ও ফ্যাসিস্ট বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যক্তিগত শক্তিসমূহ জনগণের প্রত্যাশা অনুযায়ী সার্বিক সংস্কারের প্রতিশ্রুতি ও ঐক্যের অঙ্গীকার ব্যক্ত করে আসছে। সুতরাং রাষ্ট্র কাঠামোর প্রকৃত গণতান্ত্রিক সংস্কার বিএনপির অন্যতম প্রধান রাজনৈতিক এজেন্ডা। 

তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনগুলোকে আমরা স্বাগত জানিয়েছি। সংস্কার কমিশনগুলোর কাছে আমরা সংবিধান, বিচার বিভাগ, নির্বাচনী ব্যবস্থা সংস্কার, প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ প্রশাসন সংক্রান্ত বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে বিস্তারিত মতামত প্রদান করেছি। অন্যান্য রাজনৈতিক দলসমূহ তাদের মতামত প্রদান করেছে। পরবর্তীতে উক্ত ছয়টি সংস্কার কমিশনের সঙ্গে আমাদের এবং অন্যান্য রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত ছয়টি সংস্কার কমিশন কর্তৃক প্রণীত সংস্কার প্রস্তাবগুলোর ওপরই দফাভিত্তিক আলাপ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সে সমস্ত আলাপ আলোচনার ফলস্বরূপ জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়, যার সভাপতি মাননীয় প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলসমূহের প্রথম বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছিলেন, সমস্ত বিষয়েই রাজনৈতিক দলসমূহের সঙ্গে ঐকমত্য প্রতিষ্ঠিত করতে হবে। সে বিষয়গুলো অন্তর্ভুক্ত করে একটি জাতীয় সনদ প্রণীত ও স্বাক্ষরিত হবে। পরবর্তীতে নির্বাচিত জাতীয় সংসদে সে সনদের বিষয়গুলো বাস্তবায়ন করা হবে। জাতির উদ্দেশ্যে দেয়া বিভিন্ন ভাষণে তার এ বক্তব্য সুস্পষ্টভাবে পুনর্ব্যক্ত করেছেন। জুলাই ঘোষণাপত্রেও এ বক্তব্য উদ্ধৃত হয়েছে।

জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ ধারাবাহিক আলোচনায় কিছু কিছু বিষয়ে কিছু কিছু রাজনৈতিক দলের ভিন্ন মত নোট অব ডিসেন্ট সহকারে ঐকমত্য হয়েছে। জুলাই জাতীয় সনদ ২০২৫ যেভাবে প্রণীত হয়েছে, তাতে নোট অব ডিসেন্টের এই অংশ স্পষ্ট উল্লেখ আছে:  ভিন্নমত প্রদানকারী কোনো রাজনৈতিক দল বা জোট তাদের ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তারা সে মতে ব্যবস্থা নিতে পারে।

সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী সদস্যসহ অন্যাণন্য কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়