Apan Desh | আপন দেশ

অভিষেকেই জাত চেনালেন হামজা, ভারতের বিপক্ষে বাংলাদেশের ড্র

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২:৩২, ২৫ মার্চ ২০২৫

আপডেট: ২২:৫৮, ২৫ মার্চ ২০২৫

অভিষেকেই জাত চেনালেন হামজা, ভারতের বিপক্ষে বাংলাদেশের ড্র

বাংলাদেশ-ভারত ম্যাচের লড়াই

নিজের অভিষেক ম্যাচেই জাত চেনালেন শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে মাঠে নেমেই শতভাগ দিয়ে খেলেছেন এ ফুটবলার। মাঝমাঠে প্রাণবন্ত ফুটবলে ভারতের আক্রমণ বারবার ভেস্তে দিয়েছেন হামজা, সহায়তা করেছেন আক্রমণেও।

এদিন অবসর ভেঙে মাঠে ফেরা সুনীল ছেত্রীকেও কড়া মার্কিয়ে রেখে ভারতের আক্রমণভাগকে এক কথায় অকেঁজো করে রেখেছিলেন এ ফুটবলার। শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছেন হামজা-তপুরা। তবে লড়াইয়ে জিততে পারেনি কোনো দলই। ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচের বয়স ৩০ সেকেন্ড না হতেই ভারতের শিবিরে আতঙ্ক ছড়িয়েছিল বাংলাদেশ। ভারতের গোলরক্ষক বিশাল বায়েতের ভুলে বল পেয়েছিলেন মজিবুর রহমান জনি। তিনি কাটব্যাক করতে পারলে প্রথম আক্রমণেই এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। পারেননি জনি। ভারত বেঁচে যায় প্রথম মিনিটেই।

১০ মিনিট পর আবার ভুল করে বসেন ভারতীয় গোলরক্ষক বিশাল। এবার সে ভুলে বল পান মোহাম্মদ হৃদয়। কিন্তু তিনিও সুযোগ কাজে লাগাতে পারেননি। ফলে দ্বিতীয়বারে মতো গোল বঞ্চিত হয় বাংলাদেশ।

ঢাকায় আনা হলো তামিম ইকবালকে

বাংলাদেশের আক্রমণাত্বক ফুটবলে শুরুর দিকে যেন খেই হারিয়ে ফেলে ভারত। হামজা চৌধুরীকে নিয়ে গড়া বাংলাদেশ চড়াও হতে খেলতে শুরু করে ভারতের বিপক্ষে। ডান দিক থেকে মোরসালিনের বাঁ পায়ের ক্রসে মাথা ছোঁয়ালেও বল লক্ষ্যে রাখতে পারেননি ইমন।

শুরুর দিকের এ অবস্থা কাটিয়ে ম্যাচে ফিরতে চেষ্টা করে ভারত। ২২তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন তপু বর্মন। ব্যথা পেয়ে তপু স্ট্রেচারে মাঠ ছাড়লে বদলি হিসেবে নামেন রহমত মিয়া। তবে তপুর মাঠ ছাড়ার পর আস্তে আস্তে বাংলাদেশের সীমানা চিনতে থাক। সে ধারাবাহিকতায় ২৮ মিনিটে লিস্টন কোলাসো বক্স থেকে নেন দুর্বল শট। বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমার সেই শট ঠেকাতে কোনো বড়ই পেতে হয়নি।

৩০তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে সুযোগ পেয়েছিল ভারত। উদান্তা সিংয়ের শট ঠেকিয়ে দেন বাংলাদেশের তরুণ ডিফেন্ডার শাকিল আহমেদ তপু। ফিরতে বলে বক্স থেকে শট নিয়েছিলেন ফারুক হাজি। তবে দ্বিতীয় প্রচেষ্টায় সে বল নিজের আয়ত্বে নিয়ে দলকে বাঁচান বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা। এরপর গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে ছন্নছাড়া ফুটবল খেলেছে দুই দলই। শেষপর্যন্ত কোনো দলই গোল না পেলে ০-০ ব্যবধানেই শেষ হয় ভারত ও বাংলাদেশের লড়াই।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়