Apan Desh | আপন দেশ

মেসির কাছে ক্ষমা প্রার্থনা প্যারাগুয়ে ডিফেন্ডারের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৭, ১৮ নভেম্বর ২০২৪

মেসির কাছে ক্ষমা প্রার্থনা প্যারাগুয়ে ডিফেন্ডারের

ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার জয় ঠেকাতে সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছিল প্যারাগুয়ে। গ্যালারিতে লিওনেল মেসি এবং তার দলের জার্সি নিষিদ্ধ করা হয়েছিল। শেষ পর্যন্ত তা কাজে লেগেছে। প্যারাগুয়ের বিপক্ষে অবিশ্বাস্যভাবেই হেরে গেছে আলবিসেলেস্তেরা। ২-১ গোলের হারের পর মাঠ ছাড়ার সময় নানা দুয়োও শুনতে হয়েছে। এসব ঘটনার কারণে মেসির কাছে ক্ষমা চেয়েছেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেত।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের মাঠে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষে ১-১ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল। এর আগে নিজের উপর হওয়া কঠিন ট্যাকেল ও ম্যাচের নানা সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ মেসি ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন ডারোনকোর সাথে বেশ কিছুক্ষণ তর্ক করেছেন। এই সময় তাকে ভীতু বলেও আখ্যায়িত করেন আর্জেন্টাইন অধিনায়ক।

দ্বিতীয়ার্ধে মাঠে নামার পর মেসিকে বেশ কয়েকবার দুয়ো দিয়েছেন প্যারাগুয়ের সমর্থকরা। এসবের মাঝে কর্নার নিতে গিয়েছিলেন মেসি। ঠিক সেই সময় তাকে লক্ষ্য করে বোতল ছুঁড়ে মারেন কয়েকজন দর্শক। সেটা মেসির গায়ে না লাগলেও এ নিয়ে ক্ষুব্ধ ছিল আর্জেন্টিনা শিবির। শেষ পর্যন্ত সেই ম্যাচে ২-১ ব্যবধানে হেরেই গেছে আর্জেন্টিনা। ৮ বছর পর প্যারাগুয়ের কাছে হারলেন তারা।

মেসির দিকে বোতল ছুঁড়ে মারার ঘটনায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলা চিঠিতে ক্ষমা চেয়েছেন আলদেরেত, প্রিয় মেসি। আমি আমার দল ও দেশের পক্ষ থেকে সেদিনের ঘটনার জন্য ক্ষমা চাইছি। বোতল ছুঁড়ে মারাটা খুবই দুঃখজনক ঘটনা ছিল। তুমি প্যারাগুয়েসহ পৃথিবীর লাখো মানুষের আইডল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়