Apan Desh | আপন দেশ

রবি, বাংলালিংককে বিটিআরসির শোকজ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৫, ১২ জুলাই ২০২৪

আপডেট: ১৩:৪৩, ১২ জুলাই ২০২৪

রবি, বাংলালিংককে বিটিআরসির শোকজ

ছবি: সংগৃহীত

মোবাইল ফোন অপারেটর রবি ও বাংলালিংককে শোকজ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ইন্টারনেটের ধীরগতি, কলড্রপসহ গ্রাহকদের কাঙ্ক্ষিত সেবা দিতে না পারার অভিযোগে এ শোকজ। 

বৃহস্পতিবার ( ১১ জুলাই) অপারেটর দুটিকে শোকজ চিঠি পাঠানো হয়েছে। রবি ও বাংলালিংক কর্তৃপক্ষ নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
 
বিটিআরসি সূত্রে জানা যায়, কলড্রপের ড্রাইভ টেস্টের ফলাফলের ওপর ভিত্তি করে এ নোটিশ দেয়া হচ্ছে। এটা তাদের নিয়মিত পর্যবেক্ষণের অংশ।
 
গত ৩ জুলাই ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের জানান, কলড্রপ ইস্যুতে মোবাইল অপারেটর গ্রামীণফোনকে শোকজ করেছে বিটিআরসি।

প্রতিমন্ত্রী জানান, বরাদ্দ ও প্রতিশ্রুতি অনুযায়ী তরঙ্গ ব্যবহার না করলে অপারেটরদের জরিমানা করার সুযোগ রয়েছে। এ কারণে আইনি প্রক্রিয়া অনুযায়ী, প্রথমে গ্রামীণফোনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। বাকি অপারেটরগুলোর বিষয়ে কাজ চলছে। সঠিক ব্যাখ্যা দিতে পারলে মাফ করা হবে।

আপন দেশ/এইউ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সারাদেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান সম্প্রচার, সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ এক মাসের মধ্যে গঠনের চেষ্টা করছি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ৪ ঘণ্টা পর স্বাভাবিক কারওয়ান বাজার, যান চলাচল শুরু তুচ্ছ কারণে প্রার্থীর মনোনয়ন বাতিল করা হচ্ছে, দাবি জামায়াতের এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ, আইসিসিকে চিঠি বিসিবির কুয়াশায় ‘ঢাকা’ রাজধানীতে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ ভেনেজুয়েলায় হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি ক্ষমতা হস্তান্তর পর্যন্ত যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে থাকবে ভেনেজুয়েলা: ট্রাম্প আইপিএল থেকে মোস্তাফিজ বাদ, আসিফ নজরুলের কড়া বার্তা