Apan Desh | আপন দেশ

মাছের গায়ে লেখা ‘আল্লাহু’, উৎসুকদের ভীড়

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২১:০২, ১৯ নভেম্বর ২০২৩

আপডেট: ২১:১০, ১৯ নভেম্বর ২০২৩

মাছের গায়ে লেখা ‘আল্লাহু’, উৎসুকদের ভীড়

ছবি: সংগৃহীত

সিলভারকার্প মাছটি ধরা পড়েছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এক পুকুরে। মাছের গায়ে ‘আরবি অক্ষরে আল্লাহু’ লেখা রয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাছটি দেখতে ভিড় করছেন উৎসুক মানুষ।

আজ রোববার (১৯ নভেম্বর) রাজারহাটের চাকিরপশার ইউনিয়নের তালুক নাককাটি গ্রামের রফিকুল ইসলামের পুকুরে জাল ফেললে মাছটি ধারা পড়ে।

স্থানীয়রা জানান, পুকুরে ধরা পড়া কয়েকটি মাছ রান্নার জন্য বাড়িতে নেয়া হয়। কাটার সময় একটি সিলভারকার্প মাছের গায়ে ‘আরবি অক্ষরে আল্লাহু’ লেখা দেখা যায়। প্রথমে বাড়ির লোকজন, পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা মাছটি দেখতে ভিড় জমায়।

পুকুরের মালিক রফিকুল ইসলামের স্ত্রী নুরেজা বেগম বলেন, পুকুরে আমার চাচাতো ভাই মাছ চাষ করত। সে মাছ তুলে সকালে বাড়িতে দিয়ে গেছে। আমি মাছ কাটতে গিয়ে দেখি মাছের গায়ে আল্লাহু লেখা। পরে আর মাছটি কাটিনি। মাছটি স্থানীয় এক মাদ্রাসার হুজুর নিয়ে গেছে।’

কুড়িগ্রামের আল্লামা ফজলুল করীম জামিয়া ইসলামীয়া মাদ্রাসার মুফতি মো. আল আমিন বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামীন অনেক কিছু সৃষ্টি করেছেন। দেখবেন মাঝে মধ্যেই গাছের মধ্যেও আল্লাহু লেখা দেখা যায়। আজ যেমন মাছের গায়ে আল্লাহু লেখা দেখা গেল, সবই আল্লাহ পাকের নিদর্শন।’

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়