Apan Desh | আপন দেশ

বিএনপি লোক দেখানো উন্নয়ন করে না: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০১, ২৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৩৯, ২৫ জানুয়ারি ২০২৬

বিএনপি লোক দেখানো উন্নয়ন করে না: মঈন খান

ছবি: আপন দেশ

বিগত ১৭ বছর রাস্তার কাজের কথা বলে বিল নিয়ে গেলেও রাস্তার কোন কাজ হয়নি। ভূয়া প্রজেক্ট দেখিয়ে টাকা লুট করা হয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা দূর্নীতি হয়েছে।

বিএনপি কখনো লোক দেখানো উন্নয়ন করে না। সারাদেশে লক্ষ্য করলে বিএনপির শাসনামলে দেশের তৃণমূলে যে উন্নয়ন হয়েছে এখনও সে অবস্থাতেই রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নরসিংদী-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ড. আব্দুল মঈন খান।

রোববার (২৫ জানুয়ারি) দিনব্যাপী তার নির্বাচনী এলাকার পলাশ উপজেলার মেহেরপুর ইউনিয়ন এবং ঘোড়াশাল পৌরসভায় বিভিন্ন পথসভায় তিনি এসব কথা বলেন। 

আরও পড়ুন<<>>অপশক্তি নির্মূলের প্রতিশ্রুতি মির্জা আব্বাসের

এলাকাবাসীর উদ্দেশ্যে মঈন খান বলেন, এটি একটি শিল্পনগরী। এখানের তাঁতশিল্প খুব প্রসিদ্ধ। বিগত সরকারের আমলে সীমান্তে অবাধ চোরাচালানের মাধ্যমে পাশ্ববর্তী দেশ থেকে কাপড় আসার কারণে দেশীয় তাঁতশিল্প হুমকির মুখে পড়েছিলো। অবশ্য ৫ আগষ্টের পর থেকে তা অনেকটা কমে গিয়েছে। সবার আগে দেশ। দেশের স্বার্থ একমাত্র বিএনপিই রক্ষা করতে পারে।

অতীত অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকার একটি উন্নয়ন নির্ভর সরকার। দেশ ও জনগণের প্রয়োজনে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন তাহলে এ দেশ আবার স্বয়ংসম্পূর্ণ হবে এবং দেশের অর্থনৈতিক চাকা সচল হবে ইনশাআল্লাহ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়