ছবি: আপন দেশ
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধি জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা-১২ আসনে বিএনপির সাবেক নেতা ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে হাজার হাজার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সাইফুল আলম নীরব জিয়া উদ্যানে গিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধি জিয়ারত করে মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন।
প্রচরণা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন, আমি বৃহত্তর তেজগাঁওয়ের সন্তান। আমি জনগণের চাপে প্রার্থী হয়েছি। আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আমি একটি চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাস মুক্ত একটি সামাজিক বন্ধনের ঢাকা-১২ গড়তে চাই।
তিনি বলেন, এ আসনে ফুটবল মার্কায় বিজয়ী হয়ে আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আসনটি উপহার দিতে চাই।
আরও পড়ুন<<>> ‘জান্নাতের টিকিট’ দাঁড়িপাল্লায় বনাম তারেক রহমানের ‘নাউযুবিল্লাহ’
নীরব বলেন, ঢাকা-১২ মর্ডান এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করবো। পরিস্কার ভাষায় বলতে চাই আল্লাহ আমাকে সফল করলে মাদকের কোনো চিহ্ন থাকতে দিবো না। চাঁদাবাজদের অস্তিত্ব থাকতে দিবো না। কিশোর গ্যাং থাকবে না। ফুটপাথে নয় হকারদের অন্য স্থানে ব্যবসা করার জন্য ব্যবস্থা করবো। ফুটপাথ মুক্ত করবো, রাস্তাঘাট পরিস্কার করবো। তেজগাঁও ট্রাকস্ট্যান্ড খালি যায়গায় ট্রাক রাখার ব্যবস্থা করবো। ড্রেনেক সমস্যা দুর করতে চেষ্টা করবো। এলাকার সবাইকে এ আসনকে মডেল শহর হিসেবে তৈরি করবো।
তিনি বলেন, আমি শহীদ জিয়া এবং খালেদা জিয়ার সৈনিক, আমি তারেক রহমানের সৈনিক, আমি স্বতন্ত্র প্রার্থী। এখানে কোনো ধানের শীষ প্রতীক নাই, ধানের শীষ মানেই ফুটবল। এ আসনে বিএনপি মানেই ফুটবল। ঢাকা-১২ তে শহীদ জিয়ার মার্কা ফুটবল বলে দাবী করেন তিনি।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































