Apan Desh | আপন দেশ

ভোট ইঞ্জিনিয়ারিং রুখতে বিএনপিকে সতর্ক থাকতে হবে: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৬, ২০ জানুয়ারি ২০২৬

ভোট ইঞ্জিনিয়ারিং রুখতে বিএনপিকে সতর্ক থাকতে হবে: মির্জা আব্বাস

ছবি: আপন দেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আশঙ্কা প্রকাশ করেছেন, আসন্ন নির্বাচনে কিছু মহল ভোট ইঞ্জিনিয়ারিং করতে পারে। তিনি দলের শীর্ষ নেতাদের সরাসরি সতর্ক করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের হলে আয়োজিত আলোচনা সভায় তিনি এ সতর্কবার্তা দেন।

মির্জা আব্বাস বলেন, নির্বাচন প্রক্রিয়া ও প্রচারণা এদের জন্য দুর্বল। তারপরও তারা দাবি করে ক্ষমতায় যাবে। এটা কেবল ভোট ইঞ্জিনিয়ারিং ছাড়া সম্ভব নয়। আমাদের নেতা ও কর্মীরা নজর রাখবেন, যাতে কেউ এমন কোনো চেষ্টা করতে না পারে।

তিনি বলেন, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নজরুল ইসলাম খান এবং সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনতে হবে। কাজে লাগবে।

মির্জা আব্বাস বলেন, সমাবেশ ও শ্লোগান দেয়া সহজ। আসল কাজ হলো নির্বাচনে জয়লাভ করা। কতজন বাড়ি ঘুরে ভোট চেয়েছেন, তা কেউ বলতে পারবে না।

তিনি বলেন, ডোর টু ডোর ভোট চাইতে হবে। যদিও আমাদের এলাকায় এপার্টমেন্টের সংখ্যা বেশি, তবু জনবল পর্যাপ্ত। ইনশাআল্লাহ, সবাই ডোর টু ডোর কাজ করবে।

তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়াচ্ছে। তারা বিএনপির উপর চাপ তৈরি করছে। সরকার ক্ষমতায় থাকলেও কোনো চাঁদাবাজ গ্রেফতার করেনি। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

আরও পড়ুন <<>> নতুন যে ৩ আসনে প্রার্থী দিল এনসিপি

মির্জা আব্বাস আরও বলেন, একাত্তরে আমরা জনগণকে দেখেছি। বিএনপি বা আমার পরিবারের প্রতি কোনো অন্যায় হয়নি। আমরা মুক্তিযুদ্ধ করেছি। স্বাধীনতা অর্জন করেছি। কেউ দেশে অপশক্তি বিতাড়িত করেনি। আমরা ধৈর্য ধরে অপপ্রচার সহ্য করছি।

সভায় বক্তব্য রাখেন নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নির্বাচনের আগে লুটের অস্ত্র উদ্ধারে জোর দেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার আমাদেরই একাংশ সুষ্ঠু নির্বাচন চায় না : পররাষ্ট্র উপদেষ্টা প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ কাল গাজায় তুরস্ক-কাতারের সেনাদের কোনো স্থান নেই : নেতানিয়াহু উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন বৈশাখী ভাতায় বড় সুখবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘কঠিন পরীক্ষা’: মির্জা ফখরুল আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে: জামায়াত আমীর আজ রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, বাজারদর জেনে নিন চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পেছাল ১ অতিরিক্ত পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ