Apan Desh | আপন দেশ

কান্নার জন্য আসিনি, রক্তের বদলা নিতে চাই: আব্দুল আল জাবের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৬, ২০ ডিসেম্বর ২০২৫

কান্নার জন্য আসিনি, রক্তের বদলা নিতে চাই: আব্দুল আল জাবের

সংগৃহীত ছবি

শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেফতার করতে না পারায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে ইনকিলাব মঞ্চ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ পদত্যাগের আল্টিমেটাম দেয়া হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউতে শহীদ হাদির জানাজার আগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের এ ঘোষণা দেন।

আব্দুল আল জাবের বলেন, আমরা এখানে শুধু কান্নার জন্য আসিনি। আমরা ভাইয়ের রক্তের বদলা নিতে এসেছি। এতদিন পার হয়ে গেলেও মূল খুনিকে গ্রেফতার করা হয়নি। এমনকি খুনি কোথায় আছে, তাও সরকার স্পষ্ট করে জানায়নি।

আরও পড়ুন>>>বিদ্রোহী কবির পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন বিপ্লবী ওসমান হাদি

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়, এটি কোনো একজনের কাজ নয়। এর পেছনে একটি শক্তিশালী খুনি চক্র কাজ করছে। আব্দুল আল জাবের আরও বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে ও  মিলিটারির ভেতরেও আগের সরকারের দোসররা ঘাপটি মেরে বসে আছে। তাদেরকে খুঁজে বের করতে হবে।

কোনো সংহিতা ছাড়া জনতার মিছিল নিয়ে সবাইকে শাহবাগ যাওয়ার আহবান জানান তিনি। ইনকিলাব মঞ্চের পক্ষ ছাড়া কোনো পক্ষের উস্কানিতে পা দেবেন না।

গত ১২ ডিসেম্বর শুক্রবার বিজয়নগর এলাকায় রিকশায় যাওয়ার সময় হামলার শিকার হন শরীফ ওসমান হাদি। চলন্ত মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে সরাসরি মাথায় গুলি করা হয়।

প্রথমে ঢাকা মেডিকেল ও পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলে। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তিনি শহীদী মৃত্যু বরণ করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়