Apan Desh | আপন দেশ

শুক্রবারও উত্তাল শাহবাগ, রাজধানীজুড়ে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৩৫, ১৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৮:৩৮, ১৯ ডিসেম্বর ২০২৫

শুক্রবারও উত্তাল শাহবাগ, রাজধানীজুড়ে উত্তেজনা

ছবি : আপন দেশ

সময় যত গড়াচ্ছে, বাড়ছে তত ভীর। দলে দলে আসছে ছাত্র-জনতা। তারা হাদিকে নিয়ে নানান স্লোগান দিচ্ছেন। আবার কেউ কেউ ‘আহ হাদি’ বলে দীর্ঘশ্বাস ছাড়ছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার রাজধানীর শাহবাগ মোড়ের দৃশ্য এটি। শাহবাগ মোড় অবরোধ করে ছাত্র-জনতা অবরোধ কর্মসূচি পালন করছেন। 

দুর্বৃত্তদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে এ কর্মসূচি পালিত হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, শাহবাগ মোড়ে কয়েক খণ্ডে ভাগ হয়ে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন। আগুন জ্বালানো হয়েছে অন্তত তিন জায়গায়। আগুনকে গোল করে ঘিরে ধরে সবাই নানামুখী স্লোগান দিচ্ছেন। 

‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘ইনকিলাব, জিন্দাবাদ’, ‘লীগ ধর, জবাই কর’সহ নানা স্লোগান দিতে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের আব্দুর রহিম বলছিলেন, হাদি ভাইয়ের খুনিকে ধরা না হলে সারা বাংলায় আগুন লেগে যাবে। যা দেশের জন্য ভালো হবে না। এক্ষুনি সরকারকে আওয়ামী লীগের ব্যাপারে আরও কঠোর হতে হবে।’ এ কথা বলতে বলতে আবার তিনি স্লোগান ধরেন, ‘ভারতীয় আগ্রাসন, ভেঙে দাও গুড়িয়ে দাও’।

আরও পড়ুন<<>>

এর আগে হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জন ও হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ। তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরো সার্জিক্যাল টিম তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে। বাংলাদেশ সময় সাড়ে নয়টার দিকে হাদি মারা যান বলেও জানান তিনি। 

ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।

ওইদিন মোটরসাইকেলে করে এসে দুইজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জানা যায়, গুলি ওসমান হাদির মাথার ডান দিক থেকে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে গেছে, তবে অংশবিশেষ এখনও তার ব্রেনে রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়