ছবি : আপন দেশ
জুলাই অভ্যুত্থানের পরিচিত মুখ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ দেশে আনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় সিঙ্গাপুরের অ্যাঙ্গুইলা মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে তার মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হবে। সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকায় ফ্লাইটটি অবতরণ করতে পারে।
শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন হাদি। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন : শাহবাগে জুলাই মঞ্চের কর্মী-সমর্থকদের অবস্থান
এরপর সেখানে অস্ত্রোপাচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।
এভারকেয়ার কয়েকদিন চিকিৎসার পর পরিাবরের দাবির প্রেক্ষিতে সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। তিন দিনের মাথায় বৃহস্পতিবার রাতে শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর পায় দেশ।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































