ছবি : আপন দেশ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম. জাহিদ হোসেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
চিকিৎসরা সাবেক এ প্রধানমন্ত্রীর সুস্থ হয়ে উঠার বিষয়ে আশাবাদী উল্লেখ করে ডা. জাহিদ হোসেন বলেন, উনার (খালেদা জিয়া) অবস্থা স্থিতিশীল আছে। উনি এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা উনাকে দেয়া হচ্ছে, সে চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন।
আরও পড়ুন<<>>হাদির মৃত্যুর সংবাদ সত্য নয়: ইনকিলাব মঞ্চ
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, উনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল; আলহামদুলিল্লাহ উনি সেটি মেইনটেইন করতে পারছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।


































