Apan Desh | আপন দেশ

পাবনায় দুর্ঘটনার কবলে শিমুল বিশ্বাসের গাড়ি, আহত ৪

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২০:৫০, ৯ ডিসেম্বর ২০২৫

পাবনায় দুর্ঘটনার কবলে শিমুল বিশ্বাসের গাড়ি, আহত ৪

ছবি: আপন দেশ

পাবনার আটঘরিয়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ চারজন আহত হয়েছেন।

‎মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার একদন্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎আহত অন্যরা হলেন, শিমুল বিশ্বাসের ব্যক্তিগত সহকারী ইনামুর রহমান, বেড়া উপজেলা বিএনপির সদস্য সচিব রইস উদ্দিন ও গাড়িচালক শফিক। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

আরও পড়ুন<<>>মানুষের দোয়ায় খালেদা জিয়া সুস্থ হবেন: ফারুক

‎পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বিকেলে মালিফা হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ে সুজানগরে বিএনপি মনোনীত প্রার্থী একেএম সেলিম রেজা হাবিবের একটি প্রোগ্রামে অংশ নেন শিমুল বিশ্বাস। সেখান থেকে ফেরার পথে সরাসরি আটঘরিয়া উপজেলার একদন্তে পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী একটি সভায় যোগ দিতে যান। পথে তাকে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে শিমুল বিশ্বাসসহ ওই গাড়িতে থাকা তার ব্যক্তিগত সহকারী ইনামুর রহমান, বেড়া উপজেলা বিএনপি নেতা রইস উদ্দিন ও মাইক্রোবাস চালক আহত হন।

‎তিনি আরও জানান, আহতদের মধ্যে ইনামুর রহমান ও রইস উদ্দিন গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শিমুল বিশ্বাস চোখে আঘাতপ্রাপ্ত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তিনি বর্তমানে সুস্থ আছেন। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করি।

‎পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. জাহিদুল ইসলাম বলেন, তিনজন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। একজন গাড়ির কাচ দ্বারা চোখে আঘাতপ্রাপ্ত। এছাড়া একজন মাথায় ও আরেকজন হাঁটুতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। দ্রুতই তারা সুস্থ হবেন বলে আশা করি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়