খালেদা জিয়া। ফাইল ছবি
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স আসছে। এটি কাতার সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে। তবে ‘টেকনিক্যাল সমস্যা’ দেখা দিয়েছে। তাই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাতে দেরি হতে পারে।
এদিকে লন্ডন সময় আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবেন তিনি। সব মিলিয়ে বেগম জিয়ার লন্ডন যাত্রা শুক্রবার সকাল ১০টা পেরিয়ে যেতে পারে।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন>>>আসছে তীব্র শৈত্যপ্রবাহ, ৪ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা
এর আগে গত ২৯ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় কাতার দূতাবাসে এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি পাঠান। পরদিন ৩০ নভেম্বর গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসনের লন্ডনে উন্নত চিকিৎসা নিশ্চিতের জন্য জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ কাতার সরকার আনুষ্ঠানিকভাবে বেগম জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসাসেবা দিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর বিষয়টি নিশ্চিত করে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ সকালে ঢাকায় কাতার দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত ৩০ নভেম্বরের কূটনীতিক চিঠির অনুরোধে সম্মতি জানিয়েছে।
এর পর দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে জানান, গত জানুয়ারির মতো এবারও কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেয়া হবে বেগম খালেদা জিয়াকে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































