Apan Desh | আপন দেশ

খালেদা জিয়াকে লন্ডন কখন নেয়া হবে, জানালেন ডা. জাহিদ 

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৫:১৮, ৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৫:২০, ৪ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়াকে লন্ডন কখন নেয়া হবে, জানালেন ডা. জাহিদ 

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : সংগৃহীত

এভারকেয়ারে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাতে বা  শুক্রবার (০৫ ডিসেম্বর) সকালে লন্ডনে নেয়া হবে বলে জানিয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ তথ্য জানিয়ে এ জেড এম জাহিদ বলেন, ‘দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা ইনশাআল্লাহ কাতার এয়ারলাইন্সের মাধ্যমে বৃহস্পতিবার রাতে বা শুক্রবার সকালে লন্ডনে নিয়ে যাবো। উনার সঙ্গে দেশের ও দেশের বাইরের বেশ কয়েকজন চিকিৎসক সঙ্গে যাবেন।’

এসময় দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান ডা. জাহিদ। পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তিনি।

আরও পড়ুন : দেশে আসছেন জোবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি

এদিকে বিএনপির একটি সূত্র জানায়, খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকসহ মোট ১৪ জন সফরসঙ্গী থাকবেন। তারা হলেন, খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর স্ত্রী সায়েদা শমীলা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মো. আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন। আরও থাকবেন, হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রুপা শিকদার।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়