Apan Desh | আপন দেশ

‘নির্বাচন যেন পিছিয়ে যায় সে চেষ্টা করছে কিছু দল’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০২, ২৩ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:০৫, ২৩ অক্টোবর ২০২৫

‘নির্বাচন যেন পিছিয়ে যায় সে চেষ্টা করছে কিছু দল’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচন যেন পিছিয়ে যায়, সময়মত যেন নির্বাচন না হয় সে চেষ্টাই করছে কোনো কোনো দল৷রাজনীতি ও অর্থনীতি, শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে নির্বাচন দরকার। এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে ‘শহীদ জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
 
রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে নির্বাচন দরকার মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত রাজনৈতিক সরকার প্রয়োজন।

আরও পড়ুন>>>বিতর্কিত কর্মকর্তারা যেন নির্বাচনে না থাকেন, ইসিকে মঈন খান

কিছু সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের বাহক তাদের দল।
 
যারা বিএনপিকে ভিলেন বানানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, অনেকে বলছে বিএনপি সংস্কার চায় না তারা মিথ্যা প্রচার করছে৷ দেশের যা কিছু ভালো তা বিএনপি ও জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে।
 
জিয়াউর রহমান ৭১ এ মারা গেলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হত৷ লিবিয়া আফগানিস্তানে পরিণত হতো বলেও মন্তব্য করেন তিনি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়