Apan Desh | আপন দেশ

আমির হামজার বিতর্কিত মন্তব্যে পদক্ষেপের আশ্বাস শিশির মনিরের

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৯:২২, ৭ অক্টোবর ২০২৫

আমির হামজার বিতর্কিত মন্তব্যে পদক্ষেপের আশ্বাস শিশির মনিরের

শিশির মনির ও আমির হামজা

একটির পর একটি বিতর্কিত মন্তব্য করে সমালোচনার কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় বক্তা মুফতি আমির হামজা। সম্প্রতি তিনি এক ওয়াজ মাহফিলে দাবি করেন, ১৬ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দিতে দেয়া হয়নি। তার সে বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এরপর ক্ষমাও চান। 

এরইমধ্যে আলোচনায় উঠে এলো তার আরেক বক্তব্য। জামায়াতকে ভোট দিলেই বেহেশত নিশ্চিত, সম্প্রতি এমন এক বক্তব্য দিয়েছেন তিনি। যা ঘিরে চলছে আলোচনা-সমালোচনা। তবে আমির হামজার এ বক্তব্যের সঙ্গে একমত নন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

সম্প্রতি একটি টকশোতে উপস্থিত হয়ে আমির হামজার প্রসঙ্গে কথা বলেন শিশির মনির। প্রশ্ন উঠে, বার বার বিতর্কিত বক্তব্য দিচ্ছেন আমির হামজা। সর্বশেষ জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত, জামায়াত এটা বিশ্বাস করে কিনা? জবাবে শিশির মনির বলেন, তার আগের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন>>>‘নির্বাচনকে ভিন্নখাতে প্রবাহিত করতে গভীর ষড়যন্ত্র হচ্ছে’

তাকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ও তারপরেই তিনি আরেকটা বক্তব্য দিয়েছেন। আমি মনে করি না এটা সঠিক। জামায়াতকে ভোট দিলে কেউ বেহেশতে চলে যাবে, আরেকজনকে ভোট দিলে কেউ বেহেশতের বাইরে চলে যাবে। এ প্রপাগান্ডাটা আই ডোন্ট থিংক ইটস গুড।

আমির হামজার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার বিষয়ে শিশির মনির বলেন, আমি সুনির্দিষ্টভাবে তার বক্তব্যটা শুনি নাই। কিন্তু আমি আজকে এখান থেকে বের হয়ে আমি এটা দেখবো ও আমি আমার সংগঠনের কিংবা দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টিতে আনবো। যে কেউ এমনকি আমিও যদি এরকম বলে থাকি তাহলে এটা যেন ইমিডিয়েটলি স্টপ করা হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়