Apan Desh | আপন দেশ

‘আবরার হত্যায় ‌ফ্যাসিবাদের সঙ্গে গুপ্ত রাজনীতিও দায়ী’

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৫, ৭ অক্টোবর ২০২৫

‘আবরার হত্যায় ‌ফ্যাসিবাদের সঙ্গে গুপ্ত রাজনীতিও দায়ী’

মো. শফিকুল ইসলাম।

শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটা হত্যাকাণ্ডের জন্য ফ্যাসিবাদের পাশাপাশি গুপ্ত রাজনীতিও দায়ী। কারণ আবরার ফাহাদকেও গুপ্ত রাজনীতির ট্যাগিং দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলের সদস্য সচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (০৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাকৃবি শাখা ছাত্রদলের উদ্যোগে শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- বাকৃবি শাখা ছাত্রদলের আহবায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক এ. এম. শোয়াইব, সদস্য মিজানুর রহমান ও সদস্য ইসমাইল হোসেনসহ বিভিন্ন হলের ছাত্রদলের নেতাকর্মীরা।

মাহফিলে শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় তার অনুপ্রেরণায় দেশপ্রেম, ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়