Apan Desh | আপন দেশ

‘লড়াইয়ে অশুভ শক্তির বিদায় হলেও বিনাশ হয়নি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৫, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:১২, ২৯ সেপ্টেম্বর ২০২৫

‘লড়াইয়ে অশুভ শক্তির বিদায় হলেও বিনাশ হয়নি’

সালাহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

দীর্ঘ ১৬ বছর লড়াই করে অশুভ শক্তির বিদায় করা হলেও এখনও বিনাশ হয়নি। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের সময় দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির শীর্ষ এ নেতা বলেন, দীর্ঘ ১৬ বছর লড়াই করে অশুভ শক্তিকে তাড়ানো হয়েছে, তবে এখনও ওই শক্তির বিনাশ হয়নি। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাই না বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ।

আরওপড়ুন<<>>‘দিল্লির হস্তক্ষেপে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে’

তিনি আরও বলেন, বিএনপি দেশের সকল নাগরিকের সমন্বয়ে রাজনীতি করে। এটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি চাই না। একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে রাষ্ট্রকে বিভাজন করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায়।

এ সময় বিএনপির শীর্ষ এ নেতা দাবি করেন, সাংবিধানিকভাবে নাগরিকদের অধিকার যা আছে তা কার্যকরভাবে প্রয়োগ করতে হবে।

সবাই এখন নির্বাচন চায় জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের দেশের জনগণ চিহ্নিত করে রাজনৈতিকভাবে প্রতিহত করবে। কোনো কোনো মহল নির্বাচনকে বিলম্বিত করার জন্য বিভিন্ন ইস্যু তৈরিরও চেষ্টা করছে। জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়