Apan Desh | আপন দেশ

‘পাহাড়ে পুরাতন খেলা শুরু হয়ে গেছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৩, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:০৭, ২৯ সেপ্টেম্বর ২০২৫

‘পাহাড়ে পুরাতন খেলা শুরু হয়ে গেছে’

হাফিজ উদ্দিন আহমদ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদর্শী সিদ্ধান্তের কারণে ভারতের পক্ষে এখনো স্বাধীনতার ঘোষণা আসেনি। তবে পাহাড়ে আবারও পুরাতন খেলা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচন বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন বলেন, পাহাড়ে আবার পুরাতন খেলা শুরু হয়েছে। জিয়াউর রহমান পাহাড়ে বাঙালী পাঠানোর কারণেই এখন জনসংখ্যার হার সমান হয়েছে। সেজন্যই এখন ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না তারা।

আরও পড়ুন<<>>‘ক্ষমতার মোহে ভারসাম্যহীন হচ্ছে ইসলামী দল’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, জনগণের রায়কে ভয় পায় জামায়াত। ইউরোপ-আমেরিকা থেকে আসা বুদ্ধিজীবীদের পরামর্শে দুই-একটি রাজনৈতিক দল মিলে কোন নির্বাচনি ব্যবস্থা চাপিয়ে দিতে পারে না। ভোটে জিততে পারবে না জেনেই উদ্ভট চিন্তা সামনে এনেছে জামায়াত। জনগণের ওপর কিছু চাপিয়ে দিলে তা মেনে নেবে না বিএনপি।

তিনি আরও বলেন, কেউ নির্বাচন বাধাগ্রস্থ করতে চাইলে তা জবাব রাজপথেই দেবে বিএনপি। ১০৪ সদস্য নিয়ে প্রধান উপদেষ্টার জাতিসংঘের সফর নিয়ে সমালোচনা করেন বিএনপির এ নেতা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়