Apan Desh | আপন দেশ

‘পিআরের কারণে নেপালে ১৪ বার ক্ষমতা পরিবর্তন হয়েছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৭, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:১৯, ১৯ সেপ্টেম্বর ২০২৫

‘পিআরের কারণে নেপালে ১৪ বার ক্ষমতা পরিবর্তন হয়েছে’

ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি সংগৃহীত

পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ায় নেপালে কয়েকবছরে ১৪ বার ক্ষমতা পরিবর্তন হয়েছে। এমন মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ৫ আগস্টের আগে কেউ পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করেনি। এখন কিছু দল কতৃত্ববাদী ফ্যাসিস্ট মতামত শোনাচ্ছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমএ ভবনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) জাতীয় সম্মেলনে এ মন্তব্য করেন ডা. জাহিদ।

তিনি বলেন, যখন নির্বাচনের দিন ঘনিয়ে আসছে… ঐক্যমতের আলোচনা চলছে তখন দেখলাম কেউ কেউ রাস্তায় নামতেছেন, প্রোগ্রাম করতেছেন। দ্যাটস গুড.. প্রোগ্রাম করা ভালো, জনগণকে সচেতন করা ভালো। কিন্তু এর অর্থ এই না যে, আপনি একধরণের কর্তৃত্ববাদীয় আপনার মতামত জনগণের নাম বলে জনগণের অনুমতি না নিয়ে চাপিয়ে দেবেন। এটি কোনো অবস্থাতে কোনো গণতান্ত্রিক আচরণ নয়।

আরওপড়ুন<<>>‘নির্বাচন হলে দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হবে’

ভুয়া ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন বিএনপির এ নেতা। তিনি বলেন, নেপালে পিআর প্র্যাক্টিস হয়েছে দেখেই বিগত বছরে ১৪ বার ক্ষমতা পরিবর্তন হয়েছে।

দলবাজি করার জন্য, জনগণ না চাইলেও নিজেদের মতামতকে জনগণের মতামত চালিয়ে দেয়ার জন্য যারা তাবেদারি করছেন তারা স্বৈরাচারকে ফিরিয়ে আনতে চাচ্ছেন, যোগ করেন ডা. জাহিদ।

তিনি বলেন, পিআর চাইলে নির্বাচনী ইশতেহারে দেন, কেন প্রেসিডেন্সি অর্ডারের মাধ্যমে তা আদায় করতে হবে? সংবিধান এখনও কার্যকর। তবে তা অস্বীকার করার মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে।

বিএনপির এ নেতা আরও বলেন, নির্বাচিত সরকার না থাকায় বৃহ আকারে বিনিয়োগ সম্মেলনের পরও বাংলাদেশে বিনিয়োগ আসছে না। বিনিয়োগ যদি না হয়, আর যদি জব ওপোরচুনিটি ক্রিয়েট না হয়, এ বিশাল তরুণ প্রজন্ম তারা কোথায় কাজ করবে? তাদের কর্মসংস্থান কীভাবে হবে? কর্মসংস্থানের জন্য বিনিয়োগকারী দরকার।

ডা. জাহিদ বলেন, বিনিয়োগকারী দেশি হোক, বিদেশি হোক তারা চায় স্থিতিশীল সরকার, রাজনৈতিক সরকার, জনগণের সমর্থিত নির্বাচিত সরকার… দেট শুড বি দা আওয়ার টার্গেট…এভরি বডির সেটা টার্গেট হওয়া উচিত।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়