
ছবি : আপন দেশ
আগামী নির্বাচনের মাধ্যমে দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হবে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত প্রতীকী যুবসমাবেশে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন এ সমাবেশের আয়োজন করে।
সব আত্মত্যাগ হয়েছে একটি সুষ্ঠু নির্বাচনের আশায় উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় দীর্ঘ ১৬-১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে অনেক তরুণ প্রাণ ঝরে গেছে। লক্ষাধিক নেতাকর্মীর নামে মামলা হয়েছে এবং গণতন্ত্র রক্ষায় মানুষ নির্বাসিত জীবনযাপন করছে।
আরও পড়ুন<<>>‘আলোচনা চলা অবস্থায় ইসলামী দলগুলোর কর্মসূচির প্রয়োজন ছিল না’
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, নির্বাচনের মাধ্যমে দেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়া হবে। যখন দেশকে নির্বাচনের পথে আনা যাবে তখনই দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হবে।
তিনি বলেন, বাংলাদেশের মতো কোনও গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এত মামলার মুখোমুখি হননি। সব আত্মত্যাগ হয়েছে একটি সুষ্ঠু নির্বাচনের আশায়।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, ভারতে বসে পতিত আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তবে বাংলাদেশের মানুষ এসব ষড়যন্ত্র রুখে দেবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।