Apan Desh | আপন দেশ

জাগপার সভাপতির ওপর সন্ত্রাসী হামলা, বিএনপি মহাসচিবের নিন্দা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪৫, ২ সেপ্টেম্বর ২০২৫

জাগপার সভাপতির ওপর সন্ত্রাসী হামলা, বিএনপি মহাসচিবের নিন্দা

ছবি: সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমানের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজধানীর বিজয়নগর রোডে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। জাগপার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরওপড়ুন<<>>‘বিএনপিকে বার বার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে’

এদিকে, খন্দকার লুৎফর রহমানের ওপর হামলার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের হামলাকে আমরা গভীর চক্রান্ত মনে করি। আগামী নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রও হতে পারে। সরকারের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।

বিবৃতিতে আরও বলা হয়, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের ঐক্যই গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রকে প্রতিহত করে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়