Apan Desh | আপন দেশ

দ্বিতীয় দফায় জাপা-জিওপি মুখোমুখি, উত্তেজনা চরমে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮, ২৯ আগস্ট ২০২৫

দ্বিতীয় দফায় জাপা-জিওপি মুখোমুখি, উত্তেজনা চরমে

ছবি: আপন দেশ

রাজধানীর বিজয়নগরে জাপা কার্যালয়ের সামনে দ্বিতীয় দফায় উত্তেজনা। শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। মাঝখানে রয়েছে পুলিশ-সেনাবাহিনী।

কিছুক্ষণ পরপর উভয়দলের নেতাকর্মীরা ইটপাটকেল ছুঁড়ছে। গণঅধিকার পরিষদ ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। এ সময়ের মধ্যে জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে। পার্টিকে নিষিদ্ধ করতে হবে।

আরওপড়ুন<<>>রাশেদ খান হাসপাতালে, জিএম কাদের পার্টি অফিসে

প্রথম দফায় ইটপাটকেল নিক্ষেপে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ দলটির একাধিক নেতাকর্মী আহত হয়। এরপর রাত সাড়ে ৮টার দিকে মশাল মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিসের সামনে অবস্থান নেয় গণঅধিকার পরিষদ। তাদের হাতে আছে লাঠিসোটা।

এদিকে জাপা পার্টি অফিসের ভেতরে দলটির নেতাকর্মীরা অবস্থান করছেন। এর আগে পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি সংবাদ সম্মেলন করেন। তিনি অভিযোগ করেন গণঅধিকার পরিষদ তাদের নেতাকর্মীর ওপর হামলা করেছিল। দলীয় নেতাকর্মীরা পাল্টা জবাব দিয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়