
রাশেদ খান ও জিএম কাদের
রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ বেশ কয়েকজন নেতাকর্মী। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টায় এ খবর লেখা নাগাদ জাপার চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারিসহ নেতারা পার্টি অফিসে অবস্থান করছিল।
হাসপাতালে চিকিৎসাধীন রাশেদ খাঁন গণমাধ্যমকে জানান, জাতীয় পার্টির ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণঅধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলা করেছে। চিকিৎসা নিতে আহতদের ঢাকা মেডিক্যালে নেয়া হচ্ছে।
এ বিষয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পেছন থেকে জাপা ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে।
আরও পড়ুন<<>> ফের জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদ মুখোমুখি, ইটপাটকেল নিক্ষেপ
হামলার বিষয়ে জাতীয় পার্টির দফতর সম্পাদক মোহাম্মদ আলম বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে গণঅধিকার পরিষদ একটি মিছিল নিয়ে আমাদের অফিসের সামনে আসে। এর আগে আমরা পার্টি অফিসের সামনে চেয়ারপেতে বসেছিলাম। মিছিল থেকে ইটপাটকেল, পানির বোতল নিক্ষেপ করা হয়। আমাদের নেতাকর্মীরাও পাল্টা জবাব দেয়। এতে আমাদের কয়েকজন আহত হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৭টায় এ খবর লেখা নাগাদ জাপার চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারিসহ নেতারা পার্টি অফিসে অবস্থান করছিল।
এ ঘটনায় বিজয়নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।