
ছবি: সংগৃহীত
রাজধানীর শাহবাগে ছাত্রদলের ছাত্র সমাবেশ শুরু হয়েছে। রোববার (০৩ আগস্ট) বিকেল সোয়া ৩টায় শুরু হওয়া সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছাত্রদলের সাবেক নেতারা।
এদিন, বিকেল তিনটার একটু পর কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় এ সমাবেশ। ছাত্রদলের এ সমাবেশকে স্মরণকালের সেরা ছাত্র সমাবেশ বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা।
আরওপড়ুন<<>>‘জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করবে গণঅধিকার পরিষদ’
জুলাই অভ্যুত্থানের পর এটাই ছাত্রদলের প্রথম বড় কোনো গণজমায়েত। তবে এবারের সমাবেশে দেখা যাচ্ছে না চিরাচরিত মিছিল, ব্যানার আর ফেস্টুনের ভিড়। সমাবেশ উপলক্ষে নেতা-কর্মীদের উদ্দেশে আগেই ছয় দফা নির্দেশনা দিয়েছে ছাত্রদল।
কেন্দ্রীয় নেতৃত্ব সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড না আনার নির্দেশ দিয়েছেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।