
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি
বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল। অন্তর্বর্তী সরকারের জন্য এ বাজেট বাস্তবায়ন কঠিন হবে। বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের আকারের সম্পৃক্ততা রেখে বাজেট করা উচিত ছিল,যা করা হয়নি।
সোমবার (০২ জুন) বিকেলে রাজধানীর হোটেল সারিনায় অন্তর্বর্তী সরকারের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বিষয়ে প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন আমীর খসরু।
আরওপড়ুন<<>>আ. লীগ সরকার আর্থিক খাত ধ্বংসের কিনারায় নিয়ে গেছে: অর্থ উপদেষ্টা
প্রস্তাবিত বাজেট আগের সরকারেরই ধারাবাহিকতা। এর মৌলিক বিষয়গুলোতে গলদ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
এর আগে, দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এ অনুমোদন দেয়া হয়। পরে, বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে বাজেট নিয়ে কথা বলা শুরু করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। প্রতিবারের মতো এবারের বাজেটেও অনেক পণ্যের দাম বাড়ানো হয়েছে। এর মধ্যে রয়েছে- মোবাইল ফোন, ওয়াশিং মেশিন, সিগারেট, অনলাইন কেনাকাটা, ব্লেন্ডার, প্লাস্টিকের তৈজসপত্র, এলপিজি সিলিন্ডার, রড, সাবান-শ্যাম্পু, বিদেশি চকলেট, লিপস্টিকসহ আরও অনেক পণ্য।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।