Apan Desh | আপন দেশ

‌‘বিএনপিপন্থী উপদেষ্টাদের পদত্যাগ করাতে বাধ্য হবো’

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:৪৫, ২১ মে ২০২৫

আপডেট: ২০:৩৬, ২১ মে ২০২৫

‌‘বিএনপিপন্থী উপদেষ্টাদের পদত্যাগ করাতে বাধ্য হবো’

ছবি: আপন দেশ

বিএনপির সমর্থনে কাজ করা উপদেষ্টাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী। তিনি বলেছেন, যারা উপদেষ্টা পরিচয়ে বিএনপির মুখপাত্রের ভূমিকা পালন করছেন তাদের পদত্যাগ করাতে আমরা বাধ্য হবো।

বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দাবি জানিয়ে মহানগর উত্তর শাখার নেতাকর্মীরা সেখানে জড়ো হন।

নাসির পাটোয়ারী বলেন, এ বিতর্কিত নির্বাচন কমিশন তড়িঘড়ি করে গঠন করা হয়েছে। যারা গণতান্ত্রিক কাঠামোকে উপেক্ষা করে কাজ করছে। কমিশনের সব সদস্যকে অপসারণ করতে হবে। তাদের না সরানো হলে বিক্ষোভ আরও জোরালো হবে।

তিনি আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের বিরুদ্ধে সরাসরি পক্ষপাতের অভিযোগ আনেন।

আরও পড়ুন>>>সিইসিসহ ৫ ইসির পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভের ডাক

নাসির পাটোয়ারীর বলেন, তারা বিএনপির হয়ে কাজ করছেন। উপদেষ্টা প্যানেলকে তারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। যা দেশের অর্থনীতি, আইন ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামোর ওপর আঘাত হানছে।

তিনি আরও বলেন, সালেহউদ্দিন আহমেদ ভারতের দালাল। তিনি ভারতের প্রেসক্রিপশনে দেশের অর্থনীতি পরিচালনার চেষ্টা করছেন। যা জাতীয় স্বার্থের পরিপন্থী।

আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তিনি বলেন, তিনি জনগণের রক্ত দিয়ে রচিত ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে টালবাহানা করছেন। যদি সেটি প্রকাশ না করেন, তাহলে দেশের মাটিতে টিকতে পারবেন না।

পাটোয়ারী হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপিপন্থিদের উপদেষ্টা প্যানেল থেকে সরিয়ে দিন। আমরা রাজপথে দেখে নেব। এ দেশে মুজিবীয় সংবিধান চলবে না। জনগণ সেটা মানে না।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়