Apan Desh | আপন দেশ

নগর ভবনের সামনে জড়ো হচ্ছেন ইশরাকপন্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৭, ১৭ মে ২০২৫

আপডেট: ১৩:২৬, ১৭ মে ২০২৫

নগর ভবনের সামনে জড়ো হচ্ছেন ইশরাকপন্থীরা

ছবি : আপন দেশ

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে শপথ পড়ানোর দাবিতে টানা তৃতীয় দিনের মতো নগর ভবনের সামনে জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা। শনিবার (১৭ মে) সকাল থেকে নগর ভবনের সামনে আসতে শুরু করেন তারা। 

সেখানে অবস্থান নিয়ে ইশরাকপন্থীরা ‘শপথ নিয়ে টালবাহানা চলবে না চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।  

আরওপড়ুন<<>>গর্বের সঙ্গে পিছনে ফিরে তাকাতে পারব: প্রেস সচিব

এর আগে শুক্রবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটিতে বসবাসকারী ভোটারদের পক্ষ থেকে সাধারণ নাগরিকরা লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবেন। সে ঘোষণা অনুযায়ী ‘ঢাকাবাসী’ ব্যানারে নগরভবনের সামনে স্লোগান, মিছিল নিয়ে জড়ো হচ্ছেন ইশরাকপন্থীরা।

প্রসঙ্গত  ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গেল ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়