Apan Desh | আপন দেশ

কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত আচরণ করেন: জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৩, ৩ মে ২০২৫

আপডেট: ১৩:২২, ৩ মে ২০২৫

কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত আচরণ করেন: জামায়াত

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

কখনও কখনও সরকারের কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত আচরণ করেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শনিবার (৩ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে দলের জেলা ও মহানগরী আমীর সম্মেলনে তিনি এ মন্তব্য করেনে।

ডা. শফিকুর রহমান বলেন, কখনও কখনও সরকারের কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত আচরণ করেন। এটা আমাদের বিস্মিত করে। তারা রাজনৈতিক বক্তব্য দেয়ার চেষ্টা করেন। এ থেকে তাদের নিবৃত থাকতে হবে।

জামায়াতের আমীর বলেন, প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এখানে আমাদের দেশের আবহাওয়া ও কিছু পারিপার্শ্বিকতার ব্যাপার আছে। ফেব্রুয়ারির শেষ ও মার্চের শুরুতে রোজা থাকবে। এসময়ে নির্বাচন সম্ভব হবে না। 

তিনি বলেন, এজন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে রোজা শুরু হওয়ার আগে ফেব্রুয়ারি মাস। আর যদি কোনো কারণে এ সময়ের ভেতরে সংস্কার ও বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে তাহলে সর্বোচ্চ এপ্রিল পার হওয়া উচিত নয়।  

ডা. শফিকুর রহমান বলেন, অর্থপাচারের বিচার করতে হবে। পেশিশক্তি ও কালো টাকার প্রভাব থেকে মুক্ত করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এ পদ্ধতিতে অনেক দেশে নির্বাচন হয়।

জামায়াত আমীর বলেন, ৫ তারিখের (৫ আগস্ট) পর আহত ভাইবোনদের দাবি ছিল— রাজনৈতিক দলগুলো তাদের সহকর্মীদের সামাজিক অপকর্ম থেকে সুরক্ষা দিবে। কিন্তু দুঃখজনকভাবে এ কাজটি আমরা করতে পারিনি। কোনো কোনো দল তাদের সহকর্মীদের বাধা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ জন্য যেখানে যাই শুনতে হয়— রেট আগের চেয়ে বেশি।

কোরআনের বিপক্ষে যায় এমন কোনও সুপারিশ জনগণ মানবে না। তাই নারী সংস্কার কমিটি বাতিলের দাবি তোলেন তিনি।

জাতীয় স্বার্থে দল ও মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে জামায়াত। সংস্কার কাজে সরকারের সহযোগিতা করা হচ্ছে। তবে অনাকাঙ্ক্ষিত কিছু করলে তার প্রতিবাদ করা হবে। তাই সরকারকে জনবিরোধী কোন কাজ না করার আহবানও জানান জামায়াত আমীর।

আপন দেশ/জেডআই/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়