
আল্লামা সুলতান যওক নদভী
হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা সুলতান যওক নদভী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। শুক্রবার (০২ মে) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ার শিক্ষক মাওলানা এনামুল হক মাদানি এ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, মরহুমের জানাজার নামাজ শনিবার (০৩ মে) বিকাল ৪টায় চট্টগ্রামের জামেয়া দারুল মাআরিফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১৮ এপ্রিল থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আল্লামা সুলতান যওক নদভীকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়। এরপর থেকে বেশ কয়েকবার তাঁকে আইসিইউতে রাখা হয়েছে।
আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী চট্টগ্রামের জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সর্বশেষ ঘোষিত কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন। এ ছাড়া তিনি কওমি মাদরাসাভিত্তিক শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী সৌদি আরবভিত্তিক আন্তর্জাতিক সাহিত্য সংস্থা ইন্টারন্যাশনাল লিগ অব ইসলামিক লিটারেচারের বাংলাদেশ ব্যুরো চিফ হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেছেন।
আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শোক প্রকাশ করে ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, আমার শায়খ, আমার উস্তাদ আল্লামা সুলতান যওক নদভী রহ. আর নেই। আল্লাহ তায়ালা হযরতকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন, আমিন।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বহুভাষা-সংস্কৃতি-মত-পথ স্বীকৃত হোক। বাংলাদেশের আলেমরা সুলতান যওক নদভীর মতন বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রকে বহিঃবিশ্বে মর্যাদার সঙ্গে তুলে ধরুন।
জামায়াতে ইসলামীর আমির বলেন, মহান রাব্বুল আলামীন তার সমস্ত নেক খেদমতগুলোকে কবুল করুন, ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করুন। অনন্ত এ সফরে আল্লাহ তা’য়ালা রাহমাহ ও নিরাপত্তা দিয়ে তার বান্দার প্রতি অনুগ্রহ করুন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।