
জবি রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে উত্তাল ক্যাম্পাস।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দীন। তার বিরুদ্ধে শিক্ষার্থী হেনস্তার ঘটনায় পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে শহীদ মিনার থেকে মিছিল শুরু করে শিক্ষার্থীরা কাঁঠালতলা ও সায়েন্স ফ্যাকাল্টি এলাকা প্রদক্ষিণ করে ভিসি ভবনের সামনে অবস্থান নেয়। এ সময় তারা রেজিস্ট্রারের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান।
বিক্ষোভকারীরা দাবি করেন, রেজিস্ট্রার গিয়াসের বিরুদ্ধে শুধু দুর্ব্যবহার নয়, বরং দায়িত্বে অবহেলা ও স্বেচ্ছাচারিতার অভিযোগও রয়েছে। তারা অভিযোগ করেন, একাধিক চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে গেলে রেজিস্ট্রার দায় নিতে অস্বীকৃতি জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
বিক্ষোভে অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জবি শাখার আহবায়ক মাসুদ রানা বলেন, স্বৈরাচারী আচরণ আর বর্বর মনোভাবের জায়গা বিশ্ববিদ্যালয়ে নেই। রেজিস্ট্রার গিয়াস প্রশাসনের জন্য হুমকি হয়ে উঠেছে। তাকে অবিলম্বে অপসারণ করতে হবে।
চতুর্থ বর্ষের শিক্ষার্থী কিশোয়ার সাম্য বলেন, একজন শিক্ষকের কাছ থেকে এমন কথা আশা করা যায় না—‘নিরাপত্তা আমার দায়িত্ব না’। এমন আচরণ একটি ঔপনিবেশিক মনোভাবের বহিঃপ্রকাশ।
ভুক্তভোগী শিক্ষার্থী ও ছাত্রফ্রন্ট সভাপতি ইভান তাহসীব বলেন, আমি চুরির অভিযোগ জানাতে গেলে রেজিস্ট্রার দায়িত্ব এড়িয়ে যান। বরং উল্টো হেনস্থা করেন। এর জবাবদিহিতা চাই আমরা।
ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিব বলেন, অযোগ্য লোককে প্রশাসনে বসালে দেশ-জাতি এগোতে পারে না। আমরা ২৪ ঘণ্টার মধ্যে রেজিস্ট্রারের পদত্যাগ চাই। না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
এসময় শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সাংবাদিকদের বলেন, আমি অভিযোগটি শুনেছি। ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। প্রশাসনের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, গত ২১ এপ্রিল শহীদ সাজিদ ভবনের গ্যারেজ থেকে একাধিক সাইকেল চুরির ঘটনায় রেজিস্ট্রার অফিসে অভিযোগ জানাতে গিয়ে শিক্ষার্থীরা রেজিস্ট্রার কর্তৃক অপমানিত হন বলে অভিযোগ ওঠে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।