Apan Desh | আপন দেশ

‘সরকার-ঐকমত্য কমিশনের পদক্ষেপে হতাশ বিএনপি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩১, ২৯ অক্টোবর ২০২৫

‘সরকার-ঐকমত্য কমিশনের পদক্ষেপে হতাশ বিএনপি’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশনের পদক্ষেপে বিএনপি হতাশ। এতে জাতি বিভক্ত হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর লেকশো হোটেলে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেছেন, কিছু দলের প্রস্তাব চাপিয়ে দেয়ার চেষ্টা করছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সুপারিশে জাতি বিভক্ত হবে, ঐক্য হবে না। সরকার ও কমিশনের ভূমিকায় হতাশ বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, গত ১৭ অক্টোবর যে দলিল স্বাক্ষর হয়েছে সে বিষয়গুলো জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে পুরোপুরি নাই। বলা হলো ৪৮টা দফার ওপর গণভোট করা হবে। সে আলাপ তো হয়নি আমাদের সঙ্গে।

সালাহউদ্দিন আহমদ বলেন, যেগুলো ঐকমত্য হবে সেগুলো বাস্তবায়ন হবে এমন প্রস্তাব ছিল। জুলাই সনদ যেটা স্বাক্ষর হয়েছে সেটায় নাই, আছে কমিশন ও দুই-একটি দল যে প্রস্তাব দিয়েছে সেগুলো।

আরও পড়ুন<<>>‘ঐকমত্য কমিশন ঐক্যর বদলে ‘জাতীয় অনৈক্য’ সৃষ্টি করছে’

কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা জানিয়ে বিএনপির এ নেতা আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে এতে জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে, কোনো ঐকমত্য হবে না। তাদের উদ্দেশ্য কী আমরা জানি না। এর মাধ্যমে তারা কী অর্জন করতে চায় আমরা জানি না।

আরপিও এবং জোটের প্রতীক নিয়েও যা হচ্ছে তা পক্ষপাতমূলক আচরণ উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, জোটবদ্ধ যেকোনো রাজনৈতিক দল তাদের স্বাধীনতা ছিল নিজস্ব প্রতীকে বা জোটের যেকোনো প্রতীকে নির্বাচন করতে পারবে। হঠাৎ করে তারা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে বলে দিলো জোটবদ্ধ হলেও তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। 

তিনি বলেন, দেখলাম আরেকটি রাজনৈতিক দল সেটাকে সমর্থন করে যাচ্ছে। এটা আমরা আশা করি না। বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা রাখবে, তারা নিরপেক্ষ ভূমিকা রেখে কাজ করবে বলে আমরা আশা করি। আমরা ঐকমত্য কমিশন এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে হতাশা ব্যক্ত করছি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়