ছবি : আপন দেশ
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি উঠেছিল। শেষ পর্যন্ত পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যদের নতুন ইউনিফর্ম চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ১৫ নভেম্বর থেকে মেট্রোপলিটন পুলিশ সদস্যরা নতুন পোশাক পরে দায়িত্ব পালন করতে পারবেন।।
সিদ্ধান্ত অনুযায়ী, আয়রন রঙের শার্ট আর কালো প্যান্ট পরবে পুলিশ। র্যাব পরবে গ্রিন অলিভ রঙের শার্ট ও কালো প্যান্ট। আনসার বাহিনীর নতুন পোশাক হবে গোল্ডেন হুইট (সোনালি গম) রঙের শার্ট-প্যান্ট ও লাল রঙের বেল্ট।
আরও পড়ুন<<>>৯ পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তা বদলি
পুলিশ সদর দফতরের সূত্র জানায়, ইউনিফর্মের রঙ ও কাপড় নির্বাচিত করা হয়েছে দেশের আবহাওয়া অনুযায়ী আরামদায়ক ও মানসম্মত হওয়ার লক্ষ্য নিয়ে। ডিজাইনও চূড়ান্ত করা হয়েছে যাতে নতুন রঙের সঙ্গে সমন্বয় থাকে। তবে মেট্রোপলিটন ও জেলা পুলিশ একই রঙের ইউনিফর্মে মানিয়ে নেয়া নিয়ে কিছু সদস্যের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তারা মনে করছেন, একই রঙের পোশাকের কারণে মেট্রোপলিটন ও জেলা পুলিশ সদস্যদের আলাদা চেনা কঠিন হবে।
অপরদিকে, র্যাবের নতুন জলপাই রঙের ইউনিফর্ম এখনও বিতরণ শুরু হয়নি এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সোনালি হুইট রঙের ইউনিফর্মেও চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে আসেনি। ইতোমধ্যেই পুলিশের ইউনিফর্ম ইতিহাসে বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে- খাকি রঙ থেকে শুরু করে হালকা জলপাই, গাঢ় নীল ও কালো রঙের মিলিত পোশাকে। নতুন ইউনিফর্ম প্রবর্তনের লক্ষ্য, পুলিশ সদস্যরা নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































